ট্রেন থেকে নামার সময় আনু মুহাম্মদের পায়ের আঙুল বিচ্ছিন্ন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ (৬০)। এতে তার বাঁ-পায়ের পাঁচটি আঙুল কাটা পড়েছে। রোববার সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনু মুহাম্মদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব। দেশের অর্থনীতিসহ মানবাধিকার প্রশ্নে সরব এ লেখক ত্রৈমাসিক জার্নাল ‘সর্বজনকথা’র সম্পাদক। দুর্ঘটনার খবর শুনে আত্মীয়স্বজনসহ অনেক শুভাকাঙ্ক্ষী ঢাকা মেডিকেলে হাজির হন।
আনু মুহাম্মদের বন্ধু নজরুল ইসলাম ও সঙ্গে থাকা মাহাতাব ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, দিনাজপুরের ফুলবাড়ী থেকে রোববার সকালে একতা এক্সপ্রেসে ঢাকায় ফিরছিলেন আনু মুহাম্মদ। খিলগাঁওয়ে পৌঁছানোর পর ট্রেনটির গতি স্লো হয়। এ সময় ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান তিনি। এতে তার দুই পা ট্রেনের চাকার নিচে চলে যায় এবং বাঁ-পায়ের আঙুলগুলো কাটা পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আনু মুহাম্মদের দুই পায়ের পাতা মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সুচিকিৎসায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকেও চিকিৎসকরা এসেছেন। পায়ে অস্ত্রোপচারের পর তাকে পোস্ট অপারেটিভ বিভাগে রাখা হয়েছে। তার বিষয়টি সব চিকিৎসক গুরুত্ব দিয়ে দেখছেন।
ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. বিধান সরকার বলেন, আনু মুহাম্মদের বাঁ-পায়ের আঙুল যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে পাঁচটা আঙুলের একটিও রাখা সম্ভব নয়। এছাড়া বাঁ-পায়ের পাতার টিস্যুও নষ্ট হয়ে গেছে। এছাড়া ডান পায়ের বৃদ্ধাঙ্গুল হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার অবস্থা স্ট্যাবল আছে। হাসপাতালের অর্থোপেডিক, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ও ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা বিষয়টি দেখছেন।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন, খিলগাঁও ক্রসিং এলাকায় ট্রেন থেকে নামতে চাকায় পায়ের আঙুল কাটা পড়েছে এমনটা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
