রোগী দেখায় অনিয়ম
প্রতিবাদী নারীকে কান ধরে উঠবস করালেন আরএমও
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরায় সিরিয়াল মেনে রোগী দেখছেন না চিকিৎসক। দীর্ঘ সময় প্রতীক্ষায় থেকে অবশেষে প্রতিবাদ করেন রোগী। আর এতে ক্ষুব্ধ হয়ে সেই রোগীকে উচিত শিক্ষা দিতে কান ধরে ওঠবস করান সেই চিকিৎসক। শনিবার সাতক্ষীরা শহরের কাটি আমতলায় ডা. ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। রোববার এর বিচার দাবিতে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রোগী।
অভিযুক্ত ডা. ফয়সাল আহমেদ বেসরকারি হাসপাতাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড ইনটেনসিভ কেয়ারের পরিচালক ও সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)। আর ভুক্তভোগী বিউটি বেগম (৫৫) সাতক্ষীরা কলারোয়া থানার শাকদাহ এলাকার মোকাজ্জেল হোসেনের স্ত্রী। জানা যায়, ৮ নভেম্বর হার্ট ফাউন্ডেশনে ডাক্তার দেখাতে সিরিয়াল দেন বিউটি বেগম। পরদিন দুপুরে চিকিৎসা নিতে প্রথমে হার্ট ফাউন্ডেশনে গেলে সেখানকার কর্মকর্তারা তাকে ডা. ফয়সালের বাড়িতে পাঠিয়ে দেন। সেখানে দীর্ঘ সময় সিরিয়াল থাকার পর তিনি দেখেন সিরিয়াল ভেঙে অনিয়ম করা হচ্ছে।
বিউটি বেগম বলেন, ডাক্তারের চেম্বারে গিয়ে সমস্যার কথা বলার পর তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং এলোপাতাড়ি কিলঘুসি, চড়থাপ্পড় মারেন। পরে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে পায়ের জুতা খুলে আমার চোখে, মুখে, কানে ও মাথায় মারেন। এরপর উপস্থিত রোগীদের সামনেই আমাকে কান ধরে ওঠবস করান।
বিউটি বেগমের মেয়ে বলেন, আম্মুর ওখানে গিয়ে দেখি তাকে চুলের মুঠো ধরে নিচে নামিয়ে ফেলেছে। আমি বাঁচাতে গেলে আমাকেও মারধর করেছে। ডাক্তার আমাকে ও আম্মুকে জুতা দিয়ে পিটিয়েছে।
ডাক্তার আম্মুকে বলেছে, তুই এখানে তিনবার স্যরি বলবি আর কান ধরে ওঠবস করবি। তিনি আরও বলেন, এ সময় আমি ফোনে ভিডিও করলে ফোন কেড়ে নিয়ে রিসেট দিয়ে দিয়েছে। পরে ডাক্তারের নির্দেশে এক কর্মচারী আমাদের ঘাড় ধরে বের করে দিয়েছে।
এ বিষয়ে জানতে ডা. ফয়সাল আহমেদের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলমান রয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম বলেন, বিভিন্ন মাধ্যমে তিনি ঘটনা শুনেছেন। তবে কোনো অভিযোগ পাননি। কেউ অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
