Logo
Logo
×

শেষ পাতা

সরবরাহ বাড়ায় কমছে শাক সবজির দাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সরবরাহ বাড়ায় কমছে শাক সবজির দাম

রাজধানীতে ঠান্ডা বাতাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সঙ্গে বাজারে সরবরাহ বাড়ছে শীতের সব শাক-সবজির। এতে কমতে শুরু করেছে দাম। বিশেষ করে আঁটিপ্রতি অর্ধেকে নেমেছে শাকের দাম। তাই ক্রেতার মনে একটু হলেও স্বস্তি শুরু হয়েছে।

মধ্যরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ও ট্রলারে শীতের শাক-সবজি ঢাকায় ঢুকছে। ঘাট কিংবা ট্রাক থেকে এসব পণ্য চলে যাচ্ছে আড়তে। সেখান থেকে খুচরা বাজারে বিক্রেতারা ঝুড়ি বোঝাই করে এ সব শাক-সবজি বিক্রির জন্য তুলেছেন। রঙবেরঙের শাক-সবজি দেখে ক্রেতারাও ভিড় করছেন দোকানে।

শুক্রবার খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি আঁটি লাল শাক বিক্রি হচ্ছে ১০-২০ টাকা, যা সপ্তাহ আগেও ২০-৩০ টাকা ছিল। প্রতিকেজি পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা, যা আগে ৩০ টাকা ছিল। পুঁইশাক বিক্রি হচ্ছে ১৫-২৫ টাকা আঁটি। লাউ শাকও আঁটির আকারভেদে বিক্রি হচ্ছে ২০-৪০ টাকা।

কয়েক ক্রেতা জানান, রাজধানীতে শীত সেভাবে না পড়লেও বাজারে শাক-সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। দাম কিছুটা কমলেও এখনো বাড়তি।

খুচরা বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় শুক্রবার সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে। প্রতি কেজি দেশি দেশি পেঁয়াজ ১২০-১৩০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ১০০-১০৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি বাজারভেদে ৪০-৬০ টাকা, প্রতি কেজি কাঁচামরিচ ১৪০-১৬০ টাকা, মুলা ৫০-৬০ টাকা, শালগম ১০০ টাকা, বেগুন ৮০-১২০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, ঢেঁড়স ৭০-৮০ টাকা ও লাউ ৬০-৭০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, যা দুই সপ্তাহ আগেও ২৩০-২৪০ টাকা ছিল।

শীত রাজধানী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম