Logo
Logo
×

শেষ পাতা

ফ্যাসিস্টের বিচার ছাড়া নির্বাচনে যাব না: নাসির উদ্দিন পাটোয়ারী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফ্যাসিস্টের বিচার ছাড়া নির্বাচনে যাব না: নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার এবং যারা আমাদের ওপর ডিরেক্টলি গুলি চালিয়েছিল, তাদের বিচার ব্যতীত আমরা আর কোনো ইলেকশনে যাব না। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর কর্তৃক ‘ছাত্র-গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে’ আয়োজিত কাউন্সিলর সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, পনেরো বছরে আমাদের ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আপনাদেরকে কমিটমেন্টে আসতে হবে, আপনার সন্তানের ভবিষ্যৎ যে নষ্ট করেছে, আপনার সন্তানের স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থা যে নষ্ট করেছে, তাদেরকে যদি শাস্তির আওতায় না এনে আমরা আবার একটি ইলেকশনে যাই, তাহলে গত ১৫ বছরে যে মানুষগুলো জেলে অকাতরে জীবন দিয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, নিজের পঙ্গুত্ববরণ করেছিল তাদের ন্যায্য হিসসা ব্যতীত আগামীতে কোন দল বা পক্ষ নির্বাচনে যায়, তাহলে আমরা মনে করব তারা জাতীয় শত্রু। তারা জনগণের কাছে বেইমান হিসাবে পরিচিত হবে।

তিনি বলেন, আমরা একাত্তরের বিচার এখনো বুঝে পাইনি। আমরা এখনো জামায়াতের ভূমিকার স্পষ্টতা জাতির সামনে বুঝে পাইনি। আমরা নব্বইয়ের স্বৈরাচারের আন্দোলনের পরে যে দুটি রাজনৈতিক দল বাংলাদেশে নতুন একটা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করেছিল সেখানেও আমরা তাদের নতুন একটি কমিটমেন্টের জায়গা থেকে নতুন একটা ব্যবস্থা পাইনি, যার ফলে ১৫ বছর আমরা ফ্যাসিস্টদের পদানত হয়েছিলাম। তাই আমরা স্পষ্ট বলতে চাই আগামীতে আপনারা আপনাদের প্রশাসকের চেয়ারে থাকবেন। বাংলাদেশে আমরা বিচারবিহীন কোনো নির্বাচনে যাব না। গত ১৫ বছর যারা গুম ও খুন হয়েছিল তাদের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা ইলেকশনে যাব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, কাউন্সিলর শুধু ৯টা-৫টা অফিস করেন না, তারা সামাজিক অনুষ্ঠানে যোগদানসহ ২৪ ঘণ্টা মানুষের সঙ্গে সংযুক্ত থাকেন। ফ্যাসিবাদবিরোধী কাউন্সিলররা তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। ওই তিন কোটি মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে যদি আপনাদেরকে (কাউন্সিলর) সরিয়ে দেওয়া হয়, তাহলে জনগণের সেই অবস্থান ভুল প্রমাণিত হবে। তিনি অতি দ্রুত এ বিষয়ে একটি কমিশন গঠন করে ফ্যাসিবাদবিরোধী কাউন্সিলরদেরকে পুনর্বহালের জন্য এলজিইডি উপদেষ্টার প্রতি অনুরোধ জানান।

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ছাত্র-জনতার রক্ত দেওয়া নতুন বাংলাদেশে প্রত্যাশা হচ্ছে আমরা কোনো ব্যক্তির হয়ে কাজ করব না। আমাদের সবকিছু হবে দেশ ও মানুষের জন্য।

আপনারা যদি দেশের মানুষের জন্য হন, আমরা আপনাদের জন্য কোরবানি হব। বাংলাদেশের মানুষ বিগত ১৬ বছরে যে অন্যায়, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে, আমরা বিশ্বাস করি, আপনাদের ভেতরে সাহস ও নৈতিকতা আছে বলেই চব্বিশের যোদ্ধাদের সামনে এসে বসেছেন। আগামী তরুণ প্রজন্ম চায় আমরা দলকানা ও ব্যক্তিকানা হব না। আমরা কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করব না। আমরা নতুন একটি স্বপ্ন দেখব, আমরা জনগণের কাছে যাব, জনগণের কথা শুনব। জনগণের কাছে জবাবদিহি করার মানসিকতা থাকবে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকবে।

বাংলাদেশ সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদের সঞ্চালনায় এ সময় আরও বক্তৃতা করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক কাজী গোলাম কিবরিয়াসহ সারা দেশ থেকে আসা বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি।

জাতীয় নাগরিক কমিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম