Logo
Logo
×

শেষ পাতা

ভারতের ওয়াকফ সংশোধন বিল পুনর্বিবেচনার দাবি বিএনপির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতের লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া ওয়াক্ফ সংশোধন বিলটি দেশটির সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করবে বলে মনে করছে বিএনপি। দলটি এও মনে করে, বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী আইনটি ‘আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে’ ভারত সরকার পুনর্বিবেচনা করবে। রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দলের এই অভিমত তুলে ধরেন।

তিনি বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামি ওয়াক্ফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থি। তাদের মতে, ওয়াক্ফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত। তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল বলে অভিমত দিয়েছেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সব ধর্মাবলম্বী নাগরিকের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে এই আইনটি পুনঃবিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও দলটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম