Logo
Logo
×

শেষ পাতা

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যা, মা বাবা আটক

Icon

গাজীপুর, গাজীপুর দক্ষিণ ও টঙ্গী পূর্ব প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যা, মা বাবা আটক

গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা সহোদর ভাইবোন, মালিহা (৬) ও আব্দুল্লাহ (৪)। টঙ্গীর পূর্ব আরিচপুর রূপবানেরমারটেক এলাকায় শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর বাবা আব্দুল বাতেন মিয়া ও মা সালেহা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

জানা গেছে, শিশু দুটির বাবার নাম আব্দুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। বাতেন পরিবার নিয়ে রূপবানেরটেকে আটতলা একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন।

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার দুপুরে বাড়িতে থাকা শিশুদের বাবা-মা ও দাদি একসঙ্গে দুপুরের খাবার খান। এরপর মা সালেহা বেগম ফ্ল্যাটের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। দাদি ওপর তলার ফ্ল্যাটে বেড়াতে যান এবং বাবা শিশুদের ঘরে রেখে বাইরে যান। কিছু সময় পর মা তার কক্ষের দরজা খুলে দেখতে পান, শিশুদের লাশ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে।

এরপর তার চিৎকারে শিশুদের দাদিসহ আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, শিশুদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে শিশুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের ভাষ্যমতে, অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।

টঙ্গী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম