যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: তারেক রহমান
পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের কারণে গণতন্ত্র আবার যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
বৃহস্পতিবার পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে দলের ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। পঞ্চগড় পৌরসভা চত্বর, ঠাকুরগাঁওয়ে ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তন এবং দিনাজপুর শহরের নাজমা গার্ডেন মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করা হয়। পৃথক কর্মশালায় নিজ নিজ জেলার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
তারেক রহমান বলেন, ৩১ দফাকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই। আজ আমরা মানুষের বিশ্বাস, আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। বিএনপি জনসভা করলে হাজারো-লাখো মানুষ আসে। কেন? ওই যে একটি বিশ্বাস জন্মেছে যে, ক্ষমতায় গেলে দলটি কিছু করে। মানুষ জানে বিএনপি মানুষের জন্য কিছু করে। নারীদের জন্য ফ্রি শিক্ষার ব্যবস্থা, খাল খনন করে কৃষকের পানির অভাব পূরণ, খাদ্য উৎপাদন দ্বিগুণ-এগুলোতো বিএনপিই করেছে। দেশের গর্ব করার মতো ২টি বিষয় গার্মেন্টসের রপ্তানি বৃদ্ধি, প্রবাসীদের রেমিট্যান্স বৃদ্ধি-এসবও বিএনপি করেছে। যেটাই বলুন, দেশের ১শ ভাগ ভালো কাজের মধ্যে ৭০ ভাগ বিএনপি করেছে। সেজন্যই তো মানুষ বিএনপির ওপর আস্থা রাখে।’ বিএনপির নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘ভালো-মন্দ উভয়ই আছে। এর মধ্য থেকেই আমরা মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। মানুষকে যে কমিটমেন্ট দিয়েছি তা বাস্তবায়ন আমরা করব।’
পঞ্চগড়ের কর্মশালায় তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদি আমিন, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন, পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু, গণশিক্ষা বিষয়ক সহকারী সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, তথ্য প্রচার ও প্রকাশনা কমিটির চেয়ারপারসন মাহমুদা হাবিবা, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। ঠাকুরগাঁওয়ের কর্মশালায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। দিনাজপুরের কর্মশালায় কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল।
