Logo
Logo
×

শেষ পাতা

গণসংহতি ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক

মাঠের ঐক্য হতে পারে নির্বাচনি নয়: নাহিদ ইসলাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাঠের ঐক্য হতে পারে নির্বাচনি নয়: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এজেন্ডার ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মাঠের ঐক্য হতে পারে। তবে নির্বাচনি বিষয়ে কোনো ঐক্য বা জোট গঠনে আলোচনা করতে এনসিপি আগ্রহী নয়। নির্বাচন নিয়ে আপাতত আমাদের কোনো রোডম্যাপ নেই।

বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। একইদিন বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও বৈঠক করে এনসিপি। সেখানে আওয়ামী লীগের বিচারসহ নানা বিষয় নিয়ে দুই দলের মধ্যে আলোচনা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের বিষয়ে কোনো জোট গঠন নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। তবে রাজনৈতিক ঐক্য কিংবা আমাদের যে সংস্কার ও বিচারের বিষয়ে এজেন্ডা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি। যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা রাজনৈতিক দলে এসেছি, জনগণ নতুন যে গণতন্ত্রের পথে হাঁটবে আমাদেরও হাঁটতে হবে। তিনি বলেন, মৌলিক সংস্কার ও বিচার এখন আমাদের প্রধান দাবি। আওয়ামী লীগের বিচার করতে হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, সংস্কারের বিষয়টা কীভাবে অর্জন করতে পারি, তা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, বৈঠকের উদ্দেশ্য হচ্ছে সংস্কার প্রশ্নে ঐকমত্য গড়ে তোলা। ঐকমত্য কমিশনে আলোচনার পর্যায়ে থাকা যেসব প্রশ্নে একমত হওয়া যাবে সেগুলোকে জাতীয় সনদ হিসাবে বাস্তবায়ন করার বিষয়ে আলাপ করেছি। যেসব দ্বিমত হবে সেগুলোকে জনগণের কাছে গিয়ে যার যার ম্যানিফেস্টো অনুযায়ী জনসমর্থন আদায়ের মাধ্যমে বাস্তবায়ন করার বিষয়েও আলাপ করেছি।

বৈঠকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আশরাফ উদ্দিন মাহদী, অনিক রায়, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, মোল্লা ফারুক আহসান উপস্থিত ছিলেন। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি, মনির উদ্দিন পাপ্পু, সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায়, ইমরাদ জুলকারনাইন, তরিকুল সুজন ও কেন্দ্রীয় সদস্য অঞ্জন দাস উপস্থিত ছিলেন।

আ. লীগের বিচারের দাবিতে ঐকমত্য : আমার বাংলাদেশ পার্টি (এবি) ও এনসিপির সঙ্গে পৃথক বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। এতে আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন দাবিতে দলগুলোর নেতাদের মধ্যে ঐকমত্য হয়েছে। এসব বৈঠকে ইসলামী আন্দোলনের পক্ষে নেতৃত্ব দেন দলটির আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংলাপ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার চলাকালে তাদের নিবন্ধন স্থগিত করতে হবে। দেশজুড়ে আবারও চাঁদাবাজিসহ পুরোনো সংস্কৃতি ফিরে আসছে। এর বিরুদ্ধে দুই দলই কঠোর অবস্থানে থাকবে। আবার পুরোনো সংস্কৃতি ফিরলে সেটা প্রতিহত করা হবে। সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। তিনি বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি ও নতুন বন্দোবস্তের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তা দেশের মানুষ মেনে নেবে না।

সংলাপে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, ডক্টর আতিক মুজাহিদ, সরোআর তুষার, আশরাফ উদ্দিন মাহদী, যুগ্ম মুখ্য সমন্বয়ক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় সদস্য আল আমীন টুটুল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাইউম।

এরআগে আমার বাংলাদেশ পার্টির সঙ্গে বৈঠক করে ইসলামী আন্দোলন। সংলাপে পিআর পদ্ধতির নির্বাচন, সংস্কার শেষে নির্বাচন ও পতিত ফ্যাসিবাদের বিচারসহ ১১ দফা ঐকমত্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এবি পার্টির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল দিদারুল আলম, বিএস নাজমুল হক, সাধারণ সম্পাদক-ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, সংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও গাজী নাসির।

নাহিদ ইসলাম এনসিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম