Logo
Logo
×

শেষ পাতা

মুন্সীগঞ্জে পূর্বশত্রুতার জের

পিটিয়ে হত্যার পর ডাকাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পিটিয়ে হত্যার পর ডাকাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা

মুন্সীগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশের পাশে শটগান ও কার্তুজ ফেলে রাখা হয়েছে। এরপর ওই ব্যক্তি ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ভিকটিমের নাম ছানা মাঝি। বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকুহাটি তালগাছ তলার রাস্তায় এ ঘটনা ঘটে।

২৭ বছর আগে ভাই শিপন মাঝি হত্যার প্রতিশোধ নিতে কৌশলে ডেকে নিয়ে ডাকাতির নাটক সাজিয়ে ছানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ বাবু মাঝির বিরুদ্ধে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। অতঃপর ছানা মাঝিকে রাস্তার ওপর রক্তাক্ত পড়ে থাকতে দেখি। তার শরীর ঘেঁষে একটি একনলা শটগান ও দুটি কার্তুজ পড়ে থাকতে দেখা যায়। ছানা মাঝি মধ্য মাকুহাটি গ্রামের মাঝিবাড়ির মোহাম্মদ মাঝির ছেলে। জানা যায়, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ভিকটিম তার পরিবার নিয়ে পার্শ্ববর্তী বজ যোগিনী ইউনিয়নের ডেকরাপাড়া গ্রামে ভাড়া বাসায় থাকতেন। ১ মে বেলা ৩টায় ছানাকে তার বর্তমান বাসস্থান ডেকরাপাড়া থেকে পূর্বপরিচিত স্বাধীন নামের একজন ডেকে নিয়ে যায়।

এরপর তার খোঁজ পাওয়া যায়নি। একইদিন রাত ৯টার মধ্য মাকুহাটি বাবু মাঝির বাড়িতে ডাকাতি করতে গিয়েছে সন্দেহে স্থানীয় লোকজন ছানা মাঝিকে গণপিটুনি দেয়। গুরুতর জখম অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

মধ্য মাকুহাটি মাঝিবাড়ির বাবু মাঝির পরিবারের সঙ্গে ছানাদের পরিবারের দীর্ঘদিনের শত্রুতা ছিল। ১৯৯৭ সালে ছানা মাঝির বাবা মোহাম্মদ মাঝিকে হত্যা করে বাবু মাঝি ও স্বাধীন মাঝির ভাই শিপন মাঝি। এর বদলা হিসাবে ২০০১ সালে হত্যার শিকার হন শিপন মাঝি। এর ধারাবাহিকতায় ছানাকে একই পরিণতি ভোগ করতে হলো বলে স্থানীয়দের ধারণা।

ছানার স্ত্রী ফাতেমা বেগম জানান, বাবু মাঝি এবং তার ভাই স্বাধীন মাঝির অত্যাচারে আমরা গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী বজ যোগিনীতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতাম। সেখান থেকে স্বাধীন মাঝি ডেকে এনে ছানাকে পিটিয়ে হত্যা করে ডাকাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

মুন্সীগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম