Logo
Logo
×

শেষ পাতা

কুয়েটে ক্লাস শুরু আজ, বর্জনের ডাক শিক্ষক সমিতির

খুবি শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুয়েটে ক্লাস শুরু আজ, বর্জনের ডাক শিক্ষক সমিতির

দুই মাস পর আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। তবে খোলার দিন থেকেই ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সংগঠনটির নেতারা বলছেন, শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আগে তারা ক্লাসে ফিরবেন না।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার এক শিক্ষককে মারধরের ঘটনায় বাংলা বিভাগের শিক্ষার্থী মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত করা হয়েছে।

জানা যায়, ১৮ ফেব্রুয়ারি কুয়েটের অডিটোরিয়াম এবং মেডিকেল সেন্টারে দুই দফায় শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হন কয়েকজন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদসহ ৪-৫ জন শিক্ষককে মারধর করে সাধারণ শিক্ষার্থীরা। ওইদিন শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনাকে কুয়েট প্রশাসনের ব্যর্থতা দাবি করে শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর হামলা করে। এ ঘটনার পর থেকে কুয়েট শিক্ষক সমিতি কঠোর অবস্থান নেয়। কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন যুগান্তরকে বলেন, শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে। কুয়েটের সাবেক উপাচার্যসহ শিক্ষকদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে আমরা ক্লাসে যাব না। আগের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে আমাদের ক্লাস বর্জন চলবে।

খুবিতে শিক্ষককে মারধর, শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত : শুক্রবার রাতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক এবং সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদকে মারধর করে বাংলা বিভাগের অনিয়মিত ছাত্র মো. মোবারক হোসেন। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। আহত শিক্ষককে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে।

এছাড়া শনিবার দুপুরে জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষকের ওপর হামলায় থানায় মামলা এবং অভিযুক্ত ছাত্রের ছাত্রত্ব ও সনদ স্থগিতসহ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক নাজমুস সাদাত শুভ এ তথ্য জানিয়েছেন।

কুয়েট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম