Logo
Logo
×

শেষ পাতা

‘গচ্চা যাচ্ছে ৫শ কোটি টাকা’

তদন্ত ছাড়াই প্রকৌশলীদের পক্ষে অতিরিক্ত সচিব

মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তদন্ত ছাড়াই প্রকৌশলীদের পক্ষে অতিরিক্ত সচিব

পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা।

‘সুনামগঞ্জে পাউবো’র তিন প্রকৌশলীর দুর্নীতি : গচ্চা যাচ্ছে ৫শ কোটি টাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর শনিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা। তদন্তের আগেই তিনি এমন মন্তব্য করেছেন, যা তিন প্রকৌশলী ও ঠিকাদারদের জন্য ‘রক্ষাকবচ’ হিসাবে কাজ করেছে-এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের শঙ্কা-এতে তদন্ত কাজ প্রভাবিত হতে পারে।

উল্লেখ্য, আজ রোববার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা নানা অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে যুগান্তরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তাহমিদুল ইসলাম।

শনিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা শাল্লা উপজেলা সদরে স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘যে পরিমাণ কাজ হয়েছে তার অতিরিক্ত বিল দেওয়া হয়েছে মনে হয়নি। কোনো অনিয়ম হয়নি। বাস্তবে যেটা হয়েছে, শ্রমিক সংকটের কারণেই এই প্রজেক্টের অগ্রগতি আশানুরূপ হয়নি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজ তদারকিতে গিয়ে এরকম মন্তব্য করে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। ঠিকাদারদের সঙ্গে কর্মকর্তাদের একাংশের যোগসাজশ ছিল এটা পরিষ্কার। ব্যয়বহুল এই প্রকল্পের কাজ বাস্তবায়নে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে এর দায় কর্মকর্তারা এড়াতে পারেন না। ঠিকাদাররা কাজের মান খারাপ করলে কর্মকর্তাদের গাফিলতিও পরিলক্ষিত হয়। কর্মকর্তাদের সংশ্লিষ্টতা না থাকলে ঠিকাদার এককভাবে কাজ বাস্তবায়ন করতে পারে না। তিনি বলেন, ‘একক অংশগ্রহণে যে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে সেটাও ঠিকাদার জোর করে আদায় করেনি। কার্যাদেশ দেওয়ার পেছনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা ছিল। তাই মোটা দাগে সংশ্লিষ্ট কর্মকর্তা গুরুতর এই অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।’

‘হাওড় বাঁচাও আন্দোলন’- সুনামগঞ্জের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন যুগান্তরকে বলেন, সংশ্লিষ্ট অতিরিক্ত সচিবকে স্থানীয় পাউবো কর্মকর্তারা যেভাবে বুঝিয়েছেন তিনি সেভাবেই বলেছেন। তার মন্তব্যের কারণে দুর্নীতিবাজ প্রকৌশলী ও ঠিকাদাররা সুবিধা নেওয়ার চেষ্টা করবে। অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠনের আগে এমন সন্দেহজনক কথাবার্তা দুর্নীতিবাজদের রক্ষাকবচ হিসেবে কাজ করবে।’

প্রকাশ্যে একজন শীর্ষ কর্মকর্তার এমন মন্তব্য তিন প্রকৌশলী ও ঠিকাদারদের পক্ষে অবস্থান মজবুত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা তাহির রায়হান চৌধুরী পাবেল। তিনি বলেন, ব্যক্তিগত কাজে আমি লন্ডনে অবস্থান করছি। না হলে আমি বিএনপির স্থানীয় নেতাকর্মী নিয়ে রাস্তায় নামতাম।’ তিনি বলেন, এভাবে যদি শীর্ষ কর্মকর্তারা দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করেন তাহলে বিষয়টি খুবই দুঃখজনক।

তদন্ত কমিটি আজ : এদিকে আজ রোববার তদন্ত কমিটি করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তাহমিদুল ইসলাম। তিনি বলেন, ‘ইতোমধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। উপদেষ্টা মহোদয় দেশের বাইরে অবস্থান করায় সচিবের নির্দেশে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে আলোচ্য প্রকল্পের তদন্ত কমিটি করা হবে। অবশ্যই বিতর্কিত কোনো কর্মকর্তাকে এই তদন্ত কমিটিতে রাখা হবে না।’

সুনামগঞ্জ পাউবো বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম