অবৈধ অনুপ্রবেশ
খাগড়াছড়ি ও কুড়িগ্রামে ১১০ ভারতীয় আটক
ভারত থেকে মানুষ প্রবেশ করানোর বিষয়টি ‘গ্রহণযোগ্য’ নয় -খলিলুর রহমান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির মাটিরাঙা, শান্তিপুর ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে অনুপ্রবেশকালে আটক করা হয়েছে। এছাড়া কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা আট বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাকি ৩৬ জন রোহিঙ্গা কিনা যাচাই-বাছাই করছে বিজিবি। বাংলাদেশি নাগরিক উল্লেখ করে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষ প্রবেশ (পুশইন) করানোর বিষয়টি ‘গ্রহণযোগ্য’ নয় বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। যুগান্তর প্রতিবেদন ও প্রতিনিধিদের পাঠানো খবর-
খাগড়াছড়ি : বুধবার ভোরে মাটিরাঙার তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতী ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেনপাড়া সীমান্ত দিয়ে ২৪ জন ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবি। খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, ৬৬ জন ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে। বিজিবি বিষয়টি দেখভাল করছে। আমরা তাদের দ্রুত পুশব্যাক করানোর চেষ্টা করছি। বুধবার ভোরে ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ভারতীয়কে অনুপ্রবেশ করানো হয়। এরপর গোমতী ইউনিয়নের হাজীপাড়ার আবুল মাস্টারের বাড়িতে তারা অবস্থান করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবির একটি টহল দল তাদের আটক করে। আটকরা নিজেদের গুজরাটের বাসিন্দা বলে দাবি করেন। তাদের গুজরাট থেকে বিমানে নিয়ে এসে বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায়।
কুড়িগ্রাম ও রৌমারী : বুধবার ভোরে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৩০ জন নারী-পুরুষ ও ভুরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে ১৪ জন নারী-পুরুষকে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। এসব মানুষ বিক্ষিপ্ত হয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। রৌমারীর বাসিন্দা সাদিক হোসেন বলেন, তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে আটক করে বিজিবি ও রৌমারী থানা পুলিশকে খবর দেওয়া হয়। আটকরা বিজিবির হেফাজতে আছেন। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, প্রাথমিক যাচাই-বাছাইয়ে ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আর ৮ জন বাংলাদেশি। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক বলেন, ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় ৮ নারী ও শিশুসহ ১৪ জনকে বিএসএফ পুশইন করে। তারা সবাই রোহিঙ্গা। জামালপুর বিজিবি সূত্র জানায়, রৌমারীতে আটকদের মধ্যে ৮ জন বাংলাদেশি। বাকিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।
ঢাকা : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানাতে হবে। এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে কথা চলছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে জোর করে প্রবেশের বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে। কোনো বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের পাঠানোর কথাও বলা হয়েছে।
