Logo
Logo
×

শেষ পাতা

কিশোর গ্যাংয়ের নৃশংসতা

ভাঙ্গায় কিশোরকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, আহত ২

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গায় ইয়াসিন খালাসি (১৬) নামে এক কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকালে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে গ্রামবাসী।

নিহত ইয়াসিন খালাসি ওই গ্রামের জাহাঙ্গির খালাসির ছেলে। সে ওয়াকশপের শ্রমিক ছিল। আহত দুজন হলো-একই গ্রামের রায়হান শেখ ও মাদারীপুরের রাজৈর উপজেলার মাঝিকান্দা গ্রামের শাকিব মাতুব্বর।

জাহাঙ্গির খালাসি জানান, পূর্বশত্রুতার জের ধরে কয়েক দিন আগে একই গ্রামের বাদশা ও ফকুর ছেলেদের সঙ্গে ইয়াসিনের মারামারি হয়েছিল। এ ঘটনায় দুই পক্ষের লোকজন ভাঙ্গা থানায় দুটি লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেন। শনিবার রাতে ফকুর ছেলে রায়হান, বাদশার ছেলে আতিয়ার, ইসমাইল ও শাকিলসহ কিশোর গ্যাংয়ের ৮/১০ জন সদস্য ইয়াসিনকে বাড়ি থেকে ডেকে পাশের ধান খেতে নিয়ে কুপিয়ে হত্যা করে।

জাহাঙ্গীর খালাসি বলেন, রাতে গণ্ডগোলের খবর পেয়ে দৌড়ে ঘটনাস্থলে যাই। ইয়াসিনকে রক্তমাখা অবস্থায় উদ্ধার করি। ধারালো অস্ত্রের কোপে তার ভুঁড়ি বেরিয়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত হয়। ইয়াসিনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত ১২টায় ইয়াসিন মারা যায়।

গ্রামবাসী জানায়, রোববার সকালে ইয়াসিনের খুনিদের ফাঁসির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। এসময় ফকুর শেখ ও বাদশার দুটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে বিক্ষুব্ধ লোকজন।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, পূর্বশত্রুদের জের ধরে এক কিশোরকে হত্যা করেছে কিছু কিশোর। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে মামলা হবে বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম