Logo
Logo
×

শেষ পাতা

আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরার বিদেশ যাত্রায় বাধা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি।

বিমানবন্দরসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সূত্রটি। তবে ওই সূত্র জানিয়েছে, উপরের নির্দেশে তাকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।

শেখ শাইরা শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ-সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হন।

জানা গেছে, শেখ শাইরা শারমিনের বিরুদ্ধে কোনো মামলা নেই। জুলাই অভ্যুত্থানের সময় তার স্বামী আন্দালিব রহমান পার্থ জেলে ছিলেন। সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের বিদেশ যাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। বলা হয়েছে, শেখ পরিবারের কোনো সদস্য ক্লিয়ারেন্স ছাড়া বিদেশ যেতে পারবেন না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম