নগরভবনে দিনভর অবস্থান, কাল বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকাবাসী। সেখান থেকে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন তারা। একই সঙ্গে আগামীকাল বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাজারও নগরবাসী। এর আগে বুধবার দুপুর ১২টার দিকে মানববন্ধন কর্মসূচি থেকে বৃহস্পতিবারের অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে অবস্থান নেন হাজারও বিক্ষোভকারী। মূল ফটকের ভেতর ও বাইরে অবস্থান নিয়ে তারা ইশরাককে শপথ পড়াতে বিলম্ব হওয়ার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। এ সময় নগরভবনের ভেতরের গেটে তালা লাগিয়ে দেওয়ায় কর্মকর্তা, কর্মচারীরা ও স্থানীয় সরকার উপদেষ্টা বৃহস্পতিবার অফিস করতে পারেননি। বিক্ষোভকারীরা সকাল থেকে নগরভবনের মূল ফটকের সামনে অবস্থান নিলেও বেলা ১১টার পর তারা অবস্থান নেন ভবনের ভেতরে। বৃহস্পতিবার অবস্থান কর্মসূচিতে কাল নগরভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
নির্বাচনি ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ আদালতের রায় বাস্তবায়নের আইনগত মতামত জানতে বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছে। সেখানে এ ইস্যুতে রিট পিটিশন দায়েরের কথাও উল্লেখ করা হয়েছে।
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। নগরভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলেছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। যতদিন ইশরাককে শপথ পরানো না হবে, ততদিন তারা নগরভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবেন। ঢাকাবাসীর এ অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন ডিএসসিসির সাধারণ কর্মচারীরা। সকাল থেকেই তারা সব কার্যক্রম বন্ধ করে অবস্থান নেন সেই অবস্থান কর্মসূচিতে।
