Logo
Logo
×

শেষ পাতা

দুর্নীতির অভিযোগ

২ উপদেষ্টার সাবেক এপিএস, পিওসহ চারজনকে তলব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২ উপদেষ্টার সাবেক এপিএস, পিওসহ চারজনকে তলব

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস), স্বাস্থ্য উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নানা দুর্নীতির অভিযোগের বিষয়ে চারজনকে আলাদা আলাদা দিনে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে দুদকে তলব করা হয়েছে।

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও (ছাত্র প্রতিনিধি) তুহিন ফারাবিকে সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে। আর স্বাস্থ্য উপদেষ্টার আরেক পিও মাহমুদুল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও তিনি এখনো চাকরিতে বহাল। এ চারজনের বিরুদ্ধে কেনাকাটায় অনিয়ম, ঠিকাদারদের টেন্ডার পাইয়ে দেওয়া, বদলি-পদোন্নতি বাণিজ্য এবং পাঠ্যবইয়ের কাগজ কেনায় ‘কমিশন বাণিজ্য’সহ নানা অভিযোগ রয়েছে।

২২ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে ৮ এপ্রিল উপদেষ্টা নিজেই তাকে অব্যাহতির নির্দেশ দিয়েছিলেন। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে পাঠ্যবইয়ের কাগজ কেনায় কমিশন বাণিজ্য, বদলি ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হলে ২১ এপ্রিল তাকে এনসিপির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।

২৫ এপ্রিল দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থার মহাসচিব আক্তার হোসেন বলেছিলেন, দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া দুই উপদেষ্টার এপিএস, পিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হবে। তারপরও তাদের বিরুদ্ধে গোপন অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এর আগে যুগান্তরে দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি নিয়ে যুগান্তরে প্রধান শিরোনামে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

স্থানীয় সরকার দুদক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম