দেশের সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে। নির্বাচনের কথা বলাটা মনে হয় পাপ। আসলে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। আপনারা নির্বাচন দিতে ভয় পাচ্ছেন কেন? দেশের মানুষ তো নির্বাচন চাচ্ছে। নির্বাচনের মাধ্যমেই তো দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। ১৭ বছর তো আমরা নির্বাচনের জন্যই আন্দোলন করেছি। তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়। দেশের ভৌগোলিক অখণ্ডতা আজ হুমকির মুখে। করিডর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সরকার। আপনারা সিদ্ধান্ত দেওয়ার কেউ না। সাজেক ও সেন্টমার্টিন করিডর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করতে হবে।
কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার বিকালে বিএনপির কুমিল্লা বিভাগীয় সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ দেশ থেকে হাজারো কোটি টাকা পাচার করেছে, এটা সত্য। কিন্তু গত ৮ মাসে দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশে অনেক চাঁদাবাজি হচ্ছে। বিএনপি তো এখন ক্ষমতায় নেই, তাহলে চাঁদাবাজি করছে কারা? বর্তমান সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বিএনপির মধ্যে এখন কোনো চাঁদাবাজ নেই। আমি বর্তমান সরকারকে বলতে চাই, যে-ই চাঁদাবাজি করুক, বুকে সাহস থাকলে আপনারা তাদের ধরে ফেলুন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ। এখন বিএনপির অনেক শত্রু হয়ে গেছে। তবে এসব শত্রু আমরা কেয়ার করি না। বিএনপিকে সামনে অনেক শত্রু এবং অনেক সমস্যা মোকাবিলা করতে হবে। দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কর্মকাণ্ড করবে, তাদের আইনের হাতে তুলে দিতে হবে। ছদ্মবেশী আওয়ামী লীগকে আমাদের দলে ঢুকানো যাবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না। বর্তমান সরকারের আমলেও মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। মিডিয়া তাদের সত্য কথা বলতে পারছে না। সারাক্ষণ শুধু সরকারের গুণগান গাইছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ-সদস্য আমিন উর রশীদ ইয়াছিন। আরও বক্তৃতা করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ দলের অঙ্গসংগঠনের নেতারা।
