Logo
Logo
×

শেষ পাতা

বিমানবন্দর থেকে নায়িকা নুসরাত ফারিয়া আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিমানবন্দর থেকে নায়িকা নুসরাত ফারিয়া আটক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় দেশ ছাড়াকালে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তার গ্রেফতারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানায় পুলিশের দায়িত্বশীল সূত্র।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান যুগান্তরকে বলেন, নুসরাত ফারিয়াকে ডিবি হেফাজতে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানার এক মামলার এজাহারনামীয় আসামি নুসরাত ফারিয়া। এজাহারে তাকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে।

ভাটারা থানা পুলিশের একটি সূত্র জানায়, আটকের পর নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। ভাটারা থানা পুলিশের তত্ত্বাবধানে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক যুগান্তরকে বলেন বলেন, ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে সোমবার আদালতে তোলা হবে।

ইমিগ্রেশন সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে আটকে দেওয়া হয়। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

নুসরাত ফারিয়া ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা। ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি।

নুসরাত ফারিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম