Logo
Logo
×

শেষ পাতা

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফরিদপুর-২

বিএনপির শামা ওবায়েদ জামায়াতের সোহরাব

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএনপির শামা ওবায়েদ জামায়াতের সোহরাব

ফরিদপুর-২ আসনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। এলাকায় মিলাদ মাহফিল, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্নি সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তারা। পাশাপাশি রাজনৈতিক সভা-সমাবেশ ও সেমিনারে অংশ নিয়ে নিজেদের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন। কেউ কেউ জুলাই আন্দোলনে শহীদ বা আহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং পরিবারকে সহযোগিতা করছেন।

ফরিদপুর-২ আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে আগে দুই হেভিওয়েট নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন। একজন বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমান, আরেকজন আওয়ামী লীগের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তাদের মৃত্যুর পর সন্তানেরা নির্বাচনি হাল ধরেছেন। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। বিএনপির হয়ে কেএম ওবায়দুর রহমানের মেয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচনি মাঠে সরব রয়েছেন। বিএনপির হয়ে অনেকটা এককভাবে মাঠে রয়েছেন তিনি। নানা অনুষ্ঠানে অতিথি হয়ে কৌশলে গণসংযোগ করছেন। এখানে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল কিছুদিন নির্বাচনি তৎপরতা চালালেও দলীয় হাইকমান্ডের নির্দেশে এখন অন্য আসনে গণসংযোগ করছেন।

তবে এ আসনে ফেসবুকে প্রচার চালাচ্ছেন মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি দাবিদার বাবুল তালুকদার ও সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সময়ের সূত্রানুযায়ী এ আসনের মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৬০৯ জন।

এদিকে এ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। আগামী নির্বাচনে লড়বেন নগরকান্দা উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা সোহরাব হোসেন। দলীয় সিদ্ধান্তের পর তিনি এলাকায় কাজ করছেন এবং সরব রয়েছেন।

নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ বলেন, বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমানের মৃত্যুর পর তার একমাত্র মেয়ে শামা ওবায়েদ বাবার মতো মানুষের বিপদের দিনে ছুটে যান এবং সাহায্য-সহযোগিতা করেন। বিএনপির দুর্দিনে হামলা-মামলায় জর্জরিত নেতাকর্মীদের সহযোগিতা করেছেন। আমাদের বিশ্বাস, এ আসনে শামা ওবায়েদ মনোনয়ন পাবেন এবং জয়লাভ করবেন।

শামা ওবায়েদ যুগান্তরকে বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এখন সুষ্ঠুভাবে ভোট দিতে চায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাওয়া আমার কাজ। বিএনপির নতুন বাংলাদেশ নিয়ে কাজ করে যাচ্ছি। জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত মাঠে তাদের কাজ করছে। আমরা আমাদের কাজ করছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ষড়যন্ত্রের পাঁয়তারা হচ্ছে। এটি প্রতিহত করে সুষ্ঠু ভোটের দিকে নিয়ে যাওয়াই আমাদের কাজ।

জামায়াতের প্রার্থী মাওলানা সোহরাব হোসেন বলেন, জামায়াত একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের পর গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মো. আবু হারিচ মোল্যা যুগান্তরকে বলেন, আমরা সাংগঠনিকভাবে জেলার সব থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটিগুলো ঠিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নির্বাচনি কমিটির মতামতের ভিত্তিতে আমাদের প্রার্থী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

বিএনপি শামা ওবায়েদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম