Logo
Logo
×

শেষ পাতা

হাত-পা বেঁধে একই পরিবারের ৫ জনকে নদীতে নিক্ষেপ

আরও ১০০ জনকে পুশইন বিএসএফের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আরও ১০০ জনকে পুশইন বিএসএফের

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পুশইন করতে হাত-পা বেঁধে ও কোমরে বোতল বেঁধে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজনকে ত্রিপুরা সীমান্তের ফেনী নদীতে ফেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার খাগড়াছড়ির রামগড়ের সীমান্তবর্তী ফেনীর সোনাইপুল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এছাড়া দেশের পাঁচ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আরও ১০০ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুমিল্লা, ফেনী, পঞ্চগড়, লালমনিরহাট ও মৌলভীবাজার জেলায় এসব ঘটনা ঘটে। পুশইনের শিকার ব্যক্তিদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

রামগড় (খাগড়াছড়ি) : রাতভর নদীর পানিতে ভেসে ভোরে ফেনী নদীসংলগ্ন বাংলাদেশ সীমান্তের ফেনীরকুল এলাকায় পৌঁছান বলে জানান ভুক্তভোগীরা। তাদের একজন উমেদ আলী বলেন, আমরা হরিয়ানায় শ্রমিকের কাজ করতাম। বাংলাদেশের তীরে পৌঁছানোর পর গ্রামবাসী আমাদের উদ্ধার করে। রামগড় উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত জাহান তুহিন বলেন, তারা বাংলাদেশি বলে দাবি করছেন। বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুমিল্লা : কুমিল্লা সীমান্ত দিয়ে ২৮ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। তারা বিজিবির হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, তাদের পরিচয় নিশ্চিত করে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

ফেনী ও ছাগলনাইয়া : ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী ও ১৩ শিশু রয়েছে। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন যুগান্তরকে বলেন, তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় : পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে ১৩ শিশু রয়েছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট এলাকায় অবৈধভাবে বসবাস ও শ্রমিকের কাজ করছিলেন। তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।

লালমনিরহাট : পাটগ্রাম সীমান্ত ২০ জনকে পুশইন করা হয়েছে। তারা নিজেদের বাংলাদেশি দাবি করেন। বিজিবি জানায়, পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে ১১ জন ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে অপর নয়জনকে পুশইন করা হয়। তাদের পাটগ্রাম থানায় পাঠানো হয়।

কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া বলেন, তারা সবাই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে।

বিএসএফ পুশইন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম