হাসনাত-সারজিসের আহ্বান
মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ভোট দেবেন
চট্টগ্রাম ব্যুরো ও দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আগামী নির্বাচনে মার্কা দেখে নয়, যারা যোগ্য, তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, নির্বাচনে যদি দেখেন এনসিপিতে কোনো যোগ্য নেতৃত্ব নেই, তাহলে আপনাদের ভোট দেওয়ারও প্রয়োজন নেই। যিনি আপনার সেবা করবেন, তাকে আপনারা ভোট দেবেন। মঙ্গলবার বিকালে চট্টগ্রামের চকবাজারে মহানগর এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এদিকে দিনাজপুরে ঘোড়াঘাটের গাইবান্ধা মোড়ে আরেক পথসভায় একই আহ্বান জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, কেউ যদি একজন ভালো মানুষ হন, ভালো কাজ করেন, তিনি যদি আমার দলের নাও হন, আপনি তাকে ভোট দিন।
তৃতীয়দিনের মতো চট্টগ্রামে পথসভায় হাসনাত আবদুল্লাহ দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরুর আহ্বান জানান। তিনি বলেন, যাদের জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে যাদের কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদের ভোট দেবেন।
হাসনাত বলেন, আমরা আমাদের এ দেশটাকে আর কখনোই কোনো ফ্যাসিবাদীর হাতে তুলে দিতে পারব না। আমরা চাই না, আমাদের কোনো ভাইবোন আবার রাস্তায় নামুক এবং তাকে গুলি করে হত্যা করা হোক। রাজনীতিকে যারা পেশা বানিয়েছেন, তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা না। রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেন। আপনি যোগ্য নেতৃত্ব চান, নির্বাচনের আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত।
শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের ঘর থেকে শুরু করতে হবে। আপনার বাবা বেতন পান ৪০ হাজার টাকা, ফ্ল্যাট ভাড়া দেন ২৫ হাজার টাকা, আপনাকে আইফোন কিনে দেন দেড় লাখ টাকায়। আপনি যদি আপনার বাবার ইনকাম নিয়ে প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার শিক্ষাটা যথাযথ হচ্ছে না। আমাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করতে হবে পরিবার থেকে। প্রথমে প্রশ্ন করতে হবে বাবার ইনকাম নিয়ে। বাবার ইনকামের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করার সৎ-সাহস যদি আমাদের থাকে, তাহলে রাষ্ট্রক্ষমতায় যারা থাকেন, তাদের প্রশ্ন করার সৎ-সাহস আমরা অর্জন করতে পারব।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন প্রমুখ।
এদিকে এনসিপির ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, আমরা এনসিপি করি বলে বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের কেউ একজন আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে, এ কালচার আমরা চাই না। আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যিনি ভালো কাজ করবেন, তাকে জনগণ প্রতিনিধি হিসাবে বাছাই করে নেবেন। সেই প্রতিনিধির কোনো মার্কা থাকুক আর না থাকুক, কোনো দল থাকুক আর না থাকুক, তিনি যদি ভালো মানুষ হন, তিনি যদি মানুষের জন্য কাজ করেন, তাহলে তাকেই আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে।
তিনি বলেন, সামনে নির্বাচন আসবে। কোনো একটা দল দেখে কাউকে ভোট দেওয়ার দরকার নেই, কোনো একটা মার্কা দেখে অন্যভাবে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই।
ঘোড়াঘাট উপজেলা শাখার সংগঠক আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ফারহানা দিবা, যুগ্ম সংগঠক আলী নাসের, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, যুগ্ম সংগঠক আবু সাঈদ লিওন, কেন্দ্রীয় কমিটির শ্রমিক উইংয়ের সদস্য মো. রেজাউল ইসলাম, যুবশক্তির আরিফ মুন, দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবির। ঘোড়াঘাটে পথসভা শেষে সারজিস আলম দিনাজপুরের হিলি স্থলবন্দর, হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলায় পথসভায়ও বক্তব্য দেন।
দিনাজপুরে দ্বিতীয় দিনের সফরে সারজিস আলম আজ বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, খানসামা, চিরিরবন্দর ও দিনাজপুর সদর উপজেলায় পথসভায় বক্তব্য দেবেন।
