বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত
কপাল পুড়ছে যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুকদের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষা খাতে একের পর এক ডিক্রি জারি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নতুন করে আরেকটি ভয়াবহ নির্দেশ দিয়েছে তার প্রশাসন। এতে বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচি (এফ.এম.জে) ভিসার সাক্ষাৎকারের শিডিউল দেওয়া স্থগিত রাখতে বলা হয়েছে। শুধু তাই নয়, বিদেশি শিক্ষার্থীদের কেউ ক্লাসে অনিয়মিত হলে তার ভিসা বাতিলের হুমকিও দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কপাল পুড়তে পারে দেশটিতে পড়তে ইচ্ছুকদের। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।
জানা যায়, শিগগিরই বিদেশি আবেদনকারীদের জন্য কঠোর সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের প্রক্রিয়া চালু করার প্রস্তুতির অংশ হিসাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারি সব ধরনের আর্থিক চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব চুক্তি অনুযায়ী প্রায় ১০ কোটি ডলার তহবিল দেওয়ার কথা ছিল হার্ভার্ডকে। অনেকে বলছেন, ছেলে ব্যারনকে ভর্তি করায়নি বলে হার্ভার্ডের ওপর ক্ষিপ্ত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
সাক্ষাৎকার স্থগিত ইস্যুতে দূতাবাসগুলোকে পাঠানো মার্কিন পররাষ্ট্র দফতরের ক্যাবল বার্তায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না। নতুন এ নির্দেশনা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। ক্যাবল বার্তায় উল্লেখ করা হয়েছে, বিদ্যমান অপারেশন এবং ভেটিং প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের বিস্তৃত রূপ শিগগিরই জারি করা হবে। মার্চ থেকে ফিলিস্তিনপন্থি আন্দোলনে জড়িতদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বাধ্যতামূলক পর্যবেক্ষণ শুরু হয়। সেখানে ‘সন্ত্রাসী কার্যক্রম বা সন্ত্রাসী সংগঠনের প্রতি সমর্থন’ সংক্রান্ত প্রমাণ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি ‘বিতর্কিত’ পোস্ট ডিলেট করলেও সেগুলোর স্ক্রিনশট সংরক্ষণ করতে বলা হয় কনসুলার অফিসারদের। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী রুবিও সম্প্রতি জানিয়েছেন, এখন পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। মার্চে এ সংখ্যা ছিল তিনশর বেশি।
ক্লাসে অনিয়মিত হলে ভিসা বাতিলের হুমকি : ‘স্টুডেন্ট ভিসা’ নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশিরা ক্লাসে অনিয়মিত হলে কিংবা কাউকে না জানিয়ে পাঠক্রম ছেড়ে দিলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতেও ভিসা না পেতে পারে। যুক্তরাষ্ট্রে অভিবাসনের নিয়মকানুন কঠোর করার মধ্যেই এবার বিদেশি শিক্ষার্থীদের সতর্ক করেছে মার্কিন সরকার। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্র সরকারের এই ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছে। এতে বলা হয়েছে, আপনারা যদি কোর্স ছেড়ে দেন, ক্লাস বাদ দেন কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পাঠক্রম থেকে বেরিয়ে যান, তাহলে আপনাদের শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। আপনারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন। তাই কোনো অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে আপনারা ভিসার শর্তগুলো মেনে চলুন এবং শিক্ষার্থীর মর্যাদা বজায় রাখুন।
ছেলে ব্যারনকে ভর্তি করায়নি বলেই কি হার্ভার্ডের ওপর এমন ক্ষিপ্ত ট্রাম্প : যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার ছেলেকে ঘিরে অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ষড়যন্ত্র তত্ত্ব অস্বীকার করেছেন। ওই তত্ত্বে বলা হচ্ছে, ট্রাম্প ও মেলানিয়ার ছেলে ব্যারন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন। এ কারণে হার্ভার্ডের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। তবে মঙ্গলবার মেলানিয়ার মুখপাত্র এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেছেন।
