যমুনা ফিউচার পার্কে ‘ঈদ বাজার’ উৎসব
রোদ-বৃষ্টিতে ভোগান্তি ছাড়াই ঈদ কেনাকাটা
শপিংমলে চলছে একাধিক ব্র্যান্ডের অংশগ্রহণে ‘ফ্রিজের মেলা’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুক্রবার ঈদ কেনাকাটায় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ক্রেতার পছন্দের শীর্ষে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক। সুবিশাল পরিসরে রোদ কিংবা বৃষ্টিতে ভোগান্তি ছাড়াই চলছে হরদম ঈদ কেনাকাটা। এখানে দেশি-বিদেশি সব ব্র্যান্ডের সমারোহ নিয়ে শপিংমল কর্তৃপক্ষ আয়োজন করেছে ‘ঈদ বাজার’ উৎসব। তাই পছন্দের পোশাক কিনতে ক্রেতার যেন কোনো চিন্তাই নেই।
যমুনা ফিউচার পার্কে কেনাকটার পাশাপাশি ঘোরাঘুরি ক্রেতাদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। বন্ধুবান্ধব নিয়ে যমুনায় আসছেন সব বয়সি মানুষ। দিনভর কেনাকাটা শেষে রসনা তৃপ্তিতে ফুডকোর্টে লোভনীয় মজাদার খাবারও রয়েছে। সবশেষে সিনেমা দেখে খুশিমনে বাড়ি ফিরছেন অনেকে। অর্থাৎ ক্রেতারা কেনাকাটার পাশাপাশি আনন্দ উপভোগ করছেন।
শপিংমল কর্তৃপক্ষ জানান, ঈদের কেনাকাটার সেরা গন্তব্য হিসাবে যমুনা ফিউচার পার্কে ১৫শর বেশি দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড নিয়ে ‘ঈদ বাজার’ উৎসব সাজানো হয়েছে। যেখানে থাকছে ঐতিহ্যবাহী পোশাক, ডিজাইনার কালেকশন, ইলেকট্রনিক্স, এক্সেসরিজ, জুতা, পারফিউম, হোম ডেকরসহ আরও অনেক কিছু। ফ্যাশন, লাইফস্টাইল এবং টেক ক্যাটাগরিতে থাকছে বিশেষ ঈদ ছাড়, এক্সক্লুসিভ লঞ্চ এবং আকর্ষণীয় বান্ডেল অফার। এছাড়া বিকাশ, নগদ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংক কার্ডে থাকছে বিশেষ ক্যাশব্যাক ও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার, যা ঈদের কেনাকাটাকে করবে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক।
এছাড়া ঈদুল আজহা উপলক্ষ্যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে চলছে ‘ফ্রিজের মেলা’। মলের ওয়েস্ট কোর্টের লোয়ার গ্রাউন্ডে শুরু হওয়া এই মেলা ৬ জুন পর্যন্ত চলবে। যেখানে একই ছাদের নিচে একাধিক ব্র্যান্ড পেয়ে খুশি ক্রেতা। মেলায় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড-যার মধ্যে রয়েছে যমুনা ইলেকট্রনিক্স, হোলসেল ইলেকট্রনিক্স, র্যাংগস, এলজি, কেলভিনেটর, ওয়ার্লপুল, ইলেক্ট্রোলাক্স, স্মার্ট, শার্প, ভিশন, প্যানাসনিক, স্যামসাং, তোশিবা, হিটাচি, হাইসেন্স, হায়ারসহ দেশি-বিদেশি নানা পণ্যের সমাহার। পাশাপাশি পাওয়া যাচ্ছে সেরা ফিচারসমৃদ্ধ ফ্রিজের এক্সক্লুসিভ কালেকশন। মেলা উপলক্ষ্যে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়। এছাড়া রাখা হয়েছে তাৎক্ষণিক গিফট ভাউচার। সঙ্গে বিকাশ লেনদেনে রাখা হয়েছে ক্যাশব্যাক অফার।
পছন্দের পণ্য কিনতে ছুটির দিন শুক্রবার সর্ববৃহৎ শপিংমলে সকাল থেকেই সব শ্রেণির মানুষ ভিড় করেন। দুপুর গড়িয়ে বিকালে মানুষের ঢল নামে। রাতে কানায় কানায় পরিপূর্ণ হয় চারদিক। ক্রেতারা এক শোরুম থেকে আরেক শোরুম ঘুরে কিনেন হাল ফ্যাশনের পোশাক। পোশাক কেনা শেষ করে ক্রেতারা যান জুতার শোরুমে। গহনার দোকানে ভিড় করেন তরুণীরা। এছাড়া কসমেটিকস, ক্রোকারিজ, পারফিউমসহ সব ধরনের পণ্য থাকায় ঈদ ঘিরে জমজমাট যমুনা ফিউচার পার্ক। সঙ্গে মোবাইল ও ইলেকট্রনিক্সের শোরুমগুলোয় বিক্রি বেড়েছে। এতে খুশি বিক্রেতারা।
উত্তরা ১০নং সেক্টর থেকে আসা জামিলুর রহমান যুগান্তরকে বলেন, মা-বাবা, স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে বেলা ১১টায় যমুনা ফিউচার পার্কে এসেছি। ঈদ ঘিরে কেনাকাটার সঙ্গে একটি পারিবারিক সময় কাটাতে এখনে আসা। কেনাকাটার পাশাপাশি দুপুরে ফুডকোর্টে সবাই একসঙ্গে খাবার খেয়েছি। বাচ্চারা বিভিন্ন রাইডে চড়েছে। মুভিও দেখেছি। সব মিলে মনে রাখার মতো একটি মুহূর্ত কাটিয়েছি।
