যুদ্ধবিমান ধ্বংসের কথা প্রথম স্বীকার করল ভারত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মে মাসে পাকিস্তানের সঙ্গে ৪ দিনের সংঘর্ষে কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারত। ধ্বংসের কথা ভারতের সেনাপ্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস) জেনারেল অনিল চৌহান স্বীকার করলেও কতটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, তা উল্লেখ করেননি। শনিবার সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপে অংশগ্রহণের এক ফাঁকে ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ৪ দিন ধরে চলা সংঘাত কোনোভাবেই পরমাণু যুদ্ধের কাছাকাছি যায়নি। খবর এনডিটিভি, আনন্দবাজার পত্রিকার।
জেনারেল অনিল চৌহান বলেন, ‘এটাই শুধু গুরুত্বপূর্ণ বিষয় নয় যে, যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে, সেটিই আসল বিষয়।’ তিনি বলেন, পাকিস্তান দাবি করেছে, তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল। তাদের এই দাবি ‘একেবারেই ভুল’। অবশ্য কটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, সে সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।
সেনাপ্রধান বলেন, আমরা কৌশলগত ভুলগুলো বুঝে তা সংশোধন করেছি এবং ২ দিন পর আবারও অভিযান চালিয়ে পাকিস্তানের গভীরে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি। তিনি আরও বলেন, আমরা পাকিস্তানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি।
জেনারেল অনিল চৌহান বলেন, সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো আশঙ্কা ছিল না। সংঘাতের মধ্যে অনেক জায়গায় যোগাযোগের পথ খোলা ছিল, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। ভালো দিক হলো, আমরা আমাদের কৌশলগত ভুল বুঝতে পেরেছি এবং তা সংশোধন করেছি, ঠিক করেছি। ২ দিন পর আবারও সেই কৌশল প্রয়োগ করে সব যুদ্ধবিমান উড়িয়ে দিয়েছি। এবার দূরপাল্লার লক্ষ্যবস্তুকে নিশানা করেছি।
জেনারেল অনিল চৌহান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধ ঠেকাতে সাহায্য করেছে। তবে তিনি বলেন, যে কোনো পক্ষ পারমাণবিক অস্ত্র ব্যবহারের খুব কাছাকাছি চলে গিয়েছিল, এমনটা বলা ‘অত্যন্ত অতিরঞ্জিত’।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রচলিত সামরিক অভিযান ও পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমার মধ্যে অনেক ফারাক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের পথ ‘সব সময় খোলা’ ছিল।
সেনাপ্রধান চীন ও অন্যান্য দেশের কাছ থেকে পাওয়া অস্ত্রের কার্যকারিতা নিয়ে পাকিস্তানের দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, তাদের এসব অস্ত্র ‘কাজই করেনি’। তিনি বলেন, কঠোর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা পাকিস্তানের ৩০০ কিলোমিটার গভীরে সুনির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম হয়েছিলাম।
ভারতের সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখতে চায়। তবে ভবিষ্যতে কোনো সন্ত্রাসী হামলা হলে তারা প্রতিক্রিয়া জানাবেন। জেনারেল অনিল চৌহান বলেন, আমরা পরিষ্কার ‘লাল রেখা’ ঠিক করে দিয়েছি।
