Logo
Logo
×

শেষ পাতা

নগদে দুদকের অভিযান

সস্ত্রীক আতিক মোর্শেদকে জিজ্ঞাসাবাদ করতে পারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সস্ত্রীক আতিক মোর্শেদকে জিজ্ঞাসাবাদ করতে পারে

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি প্রতিষ্ঠান ডাক বিভাগ ব্যবহার করে প্রতিষ্ঠিত ‘বিতর্কিত’ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ এবার নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের বনানী কার্যালয়ে রোববার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই এনফোর্সমেন্ট অভিযানে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, নিয়োগে অনিয়মের অভিযোগে নগদে অভিযান চালানো হচ্ছে। অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগদের নিয়োগে অনিয়মের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য প্রধান উপদেষ্টার আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এছাড়া ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। দুদক জানিয়েছে, রেকর্ডপত্র পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে সব ধরনের তথ্য-উপাত্ত যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও কয়েকজন সাবেক সংসদ-সদস্য মিলে অতি চতুরতার সঙ্গে ডাক বিভাগের অবকাঠামো ব্যবহার করে নগদ প্রতিষ্ঠা করেছিলেন। খোকন তার স্ত্রী রেজওয়ানা নূরের নামে ৫০০ শেয়ার নিয়েছিলেন। সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অর্থ বিতরণে দায়িত্ব পালনের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে নগদের বিরুদ্ধে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম