ধানমন্ডিতে যাত্রা শুরু করল ফ্যাশন ব্র্যান্ড ‘হুর’
উদ্বোধন উপলক্ষ্যে ৫০ শতাংশ ছাড় * বিদেশিরাও হুরের পোশাক কিনতে আসবেন-সালমা ইসলাম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ধানমন্ডিতে নতুন একটি শোরুম উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ‘হুর’। এই নতুন শোরুমটি হুর-এর সমৃদ্ধি এবং গ্রাহকদের দেশি-বিদেশি সব ধরনের পোশাকের চাহিদা পূরণের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। নারী, পুরুষ, শিশুসহ সব বয়সি ক্রেতার পোশাক এখানে পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষ্যে সব ধরনের পণ্যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। আজ সোমবার পর্যন্ত এই ছাড় পাওয়া যাবে।
রোববার ধানমন্ডির ২৭ নম্বর রোডে র্যাংস ভবনে নতুন শোরুমটি উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশন্স) ড. মোহাম্মদ আলমগীর আলম।
যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, ‘হুর’ ব্র্যান্ডের পোশাক এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হবে, যেখানে বিদেশি ক্রেতারা তা কিনতে বাংলাদেশে চলে আসবেন। আর দেশি ক্রেতারা বিদেশি মার্কেট থেকে কেনাকাটা না করে হুর পোশাক কিনবেন। ফলে দেশের অর্থ বিদেশে চলে যাবে না। পাশাপাশি দেশে আসবে বিদেশি অর্থ। তিনি বলেন, পোশাকের ব্র্যান্ড হুর সৃষ্টি করেছেন যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি মনে করতেন, কটন কাপড় পরলে একদিকে রোগমুক্তি মেলে, অপরদিকে আরাম পাওয়া যায়। তিনি আমাদের মাঝে নেই; কিন্তু তার দেখানো পথে, তার আদর্শকে বুকে ধারণ করে হুরকে আরও বহুদূর নিয়ে যেতে হবে। দেশের প্রতিটি জায়গায় পৌঁছে দিতে হবে হুর পোশাক।
যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, একবার কেউ হুর-এর পোশাক পরলে সে হুর-এর ফ্যান হয়ে যায়। আমরা বিশ্বাস করি, আমাদের প্রতিটি পোশাকে একজন ক্রেতার আত্মবিশ্বাস ও স্টাইলের প্রকাশ ঘটে। এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য দেশের বিভিন্ন জায়গায় আমাদের শোরুম স্থাপন করার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনের দিন ক্রেতা ও দর্শনার্থীদের ঢল ছিল। পণ্যের ছাড় পেয়ে অনেককে একাধিক জামা কিনতে দেখা গেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব নারী আগে পাকিস্তানি থ্রি-পিস কিনতেন, এখন তারা হুর ব্র্যান্ডের পোশাক কিনছেন। তাই ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন ডিজাইনের পোশাক আনছে হুর ফ্যাশন। হুর সব সময় কাজ করে ফ্যাশনেবল প্রিন্ট, ঐতিহ্যবাহী ডিজাইন, রং এবং প্রকৃতির অনুপ্রেরণায়। এ ব্র্যান্ডের পোশাকগুলো তাদের ইউনিক নকশা ও মানসম্মত কাপড় হিসাবে পরিচিত।
ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত হুর-এর ফ্ল্যাগশিপ আউটলেট এরই মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এখন ধানমন্ডির নতুন শাখাও যুক্ত হলো এই সফল যাত্রায়। খুব শিগ্গিরই বনানী ও ওয়ারীতে আরও দুটি নতুন আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে।
এছাড়া যারা সরাসরি স্টোরে আসতে পারেন না, তাদের জন্য রয়েছে অনলাইন অর্ডারের সুবিধা। হুর-এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে খুব সহজেই পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে যমুনা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ফ্যাশন ব্র্যান্ড হুর। যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের দূরদর্শী পরামর্শ ও দিকনির্দেশনায় ফ্যাশন ব্র্যান্ড হুর এখন ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। নারীদের লন থ্রি-পিস দিয়ে যাত্রা শুরু করলেও এখন শিপন থ্রি-পিস, শিপন দোপাট্টা, সিল্ক দোপাট্টা, কটস দোপাট্টা, সিঙ্গেল কুর্তি, সিঙ্গেল ট্রাউজারসহ পুরুষ ও বাচ্চাদের সব ধরনের পোশাক বিক্রি হচ্ছে।
