Logo
Logo
×

শেষ পাতা

জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার পরিবর্তে ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। ঘোষণা অনুসারে, ১ জুলাই থেকে বেতন গ্রেডভেদে গ্রেড-১ ও তদূর্ধ্ব থেকে গ্রেড-৯ পর্যন্ত ১০ শতাংশ এবং গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ দেওয়া হবে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, এ বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে সর্বনিম্ন ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫০০ টাকা হবে।

জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশবাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের (পুনঃস্থাপনকৃত) জন্য এ বিশেষ সুবিধা কার্যকর হবে। সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম