Logo
Logo
×

শেষ পাতা

নেপথ্যে আধিপত্য বিস্তার

মোল্লাহাটে ঈদের দিন সংঘর্ষে নিহত ২, আহত ৩০

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মোল্লাহাটে ঈদের দিন সংঘর্ষে নিহত ২, আহত ৩০

প্রতীকী ছবি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তার এবং জমিজমা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সিংগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিংগাতী গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আজিজুল চৌধুরী ও মুরছালিম চৌধুরী। আজিজুল মোশারফ চৌধুরীর এবং মুরছালিম এরশাদ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, এরশাদ চৌধুরীর পরিবারের সঙ্গে তার ভাইয়ের ছেলে মাসুম চৌধুরীর দীর্ঘদিন জমিজমা ও এলাকা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। ঈদের দিন সেই উত্তেজনা চূড়ান্ত রূপ নেয় এবং উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাখানেক স্থায়ী এই সংঘর্ষে আহতদের মোল্লাহাট, খুলনা এবং গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আজিজুলকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। রাত ১০টায় একই হাসপাতালে চিকিৎসাধীন মুরছালিম চৌধুরী মারা যান।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইমতিয়াজ চৌধুরী, হোসেন চৌধুরী এবং তরিকুল ইসলাম শরীফকে উন্নত চিকিৎসার জন্য রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম