Logo
Logo
×

শেষ পাতা

বান্ধবীর বিয়েতে এসে গোসলে নেমে ছাত্রীর মৃত্যু

বাজিতপুরে নৌকাডুবিতে পর্যটক নিখোঁজ

Icon

বগুড়া ও কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বান্ধবীর বিয়েতে এসে গোসলে নেমে ছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে বান্ধবীর বিয়ের দাওয়াতে এসে নদীতে গোসল করতে নেমে ফাতেমা আক্তার আদুরী নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পাইকপাড়া এলাকায় বাঙালি নদীতে সে নিখোঁজ হয়। পাবনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল রাতে তার লাশ উদ্ধার করে। এদিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নৌকাডুবির ঘটনায় সজিব কুমার দে নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার খোঁজ কিংবা লাশের সন্ধান মেলেনি। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া শহরের জয়পুরপাড়ার মকবুল শেখের মেয়ে আদুরী এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় ছিল। সারিয়াকান্দির দীঘলকান্দির তরফদারপাড়া গ্রামের রহিদুল ইসলামের মেয়ে রত্না তার বান্ধবী। আদুরী রত্নার বিয়ের দাওয়াতে আসে। মঙ্গলবার বেলা ৩টার দিকে অন্য বান্ধবীদের সঙ্গে সে পাইকপাড়ায় বাঙালি নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়।

মঙ্গলবার রাতে বাজিতপুর উপজেলার পাটুলিঘাট এলাকায় ঘোড়াউত্রা নদীতে পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ সজিব ময়মনসিংহের গৌরীপুরের রাম গোপালপুর এলাকার সুকেশ কুমার দের ছেলে।

বাজিতপুর ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে হাওড়ে আসা ১৫ জন যাত্রী ও ১২টি মোটরসাইকেল নিয়ে অষ্টগ্রামের দিকে যাচ্ছিল একটি ইঞ্জিনচালিত নৌকা। ঘোড়াউত্রা নদী অতিক্রমের সময় ঝড়ো হাওয়ায় প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উলটে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সজিব পানিতে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাকে উদ্ধারে কাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম