Logo
Logo
×

শেষ পাতা

সেনাবাহিনীর দুঃখ প্রকাশ

লাখ টাকা উপহার পেলেন পতাকা বিক্রেতা হান্নান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লাখ টাকা উপহার পেলেন পতাকা বিক্রেতা হান্নান

ছবি: সংগৃহীত

জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালে মঙ্গলবার গেটের বাইরে ভুলবশত পতাকা বিক্রেতা হান্নানের ওপর লাঠিচার্জ করেন এক সেনাসদস্য। এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ ও তার প্রতি সমবেদনার স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনীর পক্ষ থেকে বুধবার ১ লাখ টাকা তাকে অনুদান দেওয়া হয়।

গুলিস্তান আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান চৌধুরী গণমাধ্যমকে জানান, মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ চলাকালে গেটের বাইরে প্রচুর আগ্রহী দর্শক ভেতরে যাওয়ার আশায় ভিড় করছিলেন। যাদের অধিকাংশের কাছেই টিকিট ছিল না। সেনাবাহিনীসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বারবার মৌখিকভাবে সতর্ক করছিলেন যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এরই মাঝে ৪ নম্বর গেটের বাইরে বিনা টিকিটে খেলা দেখতে আসা কিছু মানুষ সব সতর্কতা উপেক্ষা করে একযোগে গেটে চাপ সৃষ্টি করে। একপর্যায়ে বিশৃঙ্খল কিছু মানুষ ভিতরে ঢুকে পড়ে।

তিনি বলেন, আন্তর্জাতিক খেলা চলাকালে এ বিশৃঙ্খলা চলতে থাকলে দেশের সুনাম ক্ষুণ্ন হতো। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। যেখানে মব সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করতে হয়। এরই মাঝে দুঃখজনকভাবে একজন সেনাসদস্য এক পতাকা বিক্রেতার ওপর লাঠিচার্জ করেন। নিঃসন্দেহে এটি একটি অনাকাক্সিক্ষত এবং বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে আবেগতাড়িত হয়ে তিনি এ অনাকাক্সিক্ষত কাজটি করেছেন। তবুও, এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

লে. কর্নেল আফজালুর আরও বলেন, ঘটনাটি সেনাবাহিনীর নজরে আসার সঙ্গে সঙ্গেই পতাকা বিক্রেতাকে খুঁজে বের করা হয়। তার সঙ্গে ঘটে যাওয়া এ বিচ্ছিন্ন ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়। সেইসঙ্গে তার প্রতি সমবেদনার স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনীর পক্ষ থেকে ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। আশা করা যায় তিনি আরও উজ্জীবিত হয়ে তার ব্যবসা চালিয়ে যাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট সেনাসদস্যের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনী দেশের মানুষের পাশে সব সময় আছে, থাকবে। দেশ ও দেশের মানুষের কল্যাণে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। কারও ক্ষতির কারণ হতে সেনাবাহিনী কখনই চায় না। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করতেও সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম