তাপপ্রবাহ থাকতে পারে আরও ৩ দিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
তাপপ্রবাহে পুড়ছে দেশ। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে ৪৯ জেলায়। চলমান এ তাপপ্রবাহ আরও ৩ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতোমধ্যে সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। টানা ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। বর্তমানে নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
শনিবার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
রোববার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
সোমবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
মেহেরপুরে দাবদাহে জনজীবন অতিষ্ঠ : চলমান তীব্র দাবদাহে জনজীবন চরমভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে মেহেরপুরে। টানা কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে। এতে শহর ও গ্রামের উভয় পর্যায়ের মানুষ নানাবিধ দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, চলমান তাপপ্রবাহ শুধু স্বাভাবিক জীবনযাত্রা নয়, বরং স্বাস্থ্য, কৃষি এবং অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। হাসপাতালগুলোতে ডায়রিয়া, হিটস্ট্রোক এবং পানিশূন্যতার রোগীর সংখ্যা বেড়েছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার শাহরিয়ার শায়লা জাহান জানান, গরমে রোগীর চাপ বাড়ছে। আবহাওয়াজনিত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। তীব্র গরমে স্বাস্থ্য সুরক্ষায় কিছু করণীয় হিসাবে রোগীদের পরামর্শ দিচ্ছেন। দিনে প্রচুর পানি ও তরলজাতীয় খাবার গ্রহণ, হালকা, ঢিলেঢালা এবং সুতির কাপড় পরতে হবে। দুপুর ১২টা থেকে ৪টার মধ্যে বাইরে যাওয়া এড়ানো। অতিরিক্ত ঘাম হলে ওরাল স্যালাইন খাওয়া, ঘর ঠান্ডা রাখতে জানালা-দরজা ঢেকে রাখা।
