Logo
Logo
×

শেষ পাতা

বগুড়ায় অটো গ্যারেজ মালিক খুন

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়ায় অটো গ্যারেজ মালিক খুন

বগুড়া শহরে বিদ্যুৎ শেখ (৩৫) নামে এক অটো গ্যারেজের মালিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের উত্তর কাটনারপাড়া এলাকায় সেবা পলি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি হাসান বাসির জানান, একাধিক মামলার আসামি রনি নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বিদ্যুৎ শেখ বগুড়া শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ার দুলাল শেখের ছেলে। তিনি শহরের উত্তর কাটনারপাড়া এলাকায় অটোরিকশা গ্যারেজের ব্যবসা করেন। নিজের এলাকার রনি নামে এক ব্যক্তি এক সময় তার সঙ্গে থাকতেন। শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে পূর্ব কোনো বিরোধের জেরে রনি, তার ছেলেসহ ২/৩ জন বিদ্যুতের রিকশা গ্যারেজের সামনে আসেন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিদ্যুতের পেটে রনি একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যান। আশপাশের লোকজন বিদ্যুতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, নিহত বিদ্যুৎ ও রনি আগে একসঙ্গে চলাফেরা করতেন। রনির বিরুদ্ধে থানায় বিভিন্ন ধারায় একাধিক ও বিদ্যুতের বিরুদ্ধে মাদক আইনে মামলা আছে। তবে কী কারণে রনি তাকে (বিদ্যুৎ) ছুরিকাঘাত করেছে তা জানতে তদন্ত চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত রনি, তার ছেলে ও অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম