নগরভবনের কর্মসূচিতে ইশরাক
উপদেষ্টা শপথ ভেঙেছেন পদত্যাগ করতে হবে
ইশরাকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আসিফের
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শপথ ভঙ্গ করেছেন বলে দাবি বিএনপি নেতা ইশরাক হোসেনের। তিনি বলেন, এ কারণে ওই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন উপদেষ্টা। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে এসে বক্তব্য দেওয়ার সময় বিএনপি নেতা এবং আদালতের রায়ে ডিএসসিসির স্বীকৃতিপ্রাপ্ত মেয়র ইশরাক হোসেন এমন দাবি করেন।
ইশরাক হোসেন আরও বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ। সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজেই জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার কাছ থেকে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ, এত অত্যাচার, নির্যাতন সহ্য করে যেসব জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হননি, তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না।
ইশরাক বলেন, নির্বাচনি ট্রাইব্যুনালে আরজি সংশোধনের সুযোগ নেই। এ বিষয়ে প্রশ্ন তুলে স্থানীয় সরকার উপদেষ্টা শপথ অনুষ্ঠানের আয়োজন দেরি করছেন। এ কারণে শপথ আয়োজন না করলে এ কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ানোর সুযোগ পাবেন না। এর আগে সোমবার স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, শপথ গ্রহণের বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথ পড়ানো যায়নি।
উল্লেখ্য, শপথের মাধ্যমে দায়িত্ব বুঝে না পেলেও মঙ্গলবার নগর ভবনের একটি মিলনায়তনে সংস্থাটির প্রায় ৭০টি ওয়ার্ডের সচিবদের নিয়ে বৈঠক করেন ইশরাক হোসেন। বেলা ১টার দিকে বৈঠক শুরু হয়। এর আগে সোমবার ৭০ জনের বেশি পরিচ্ছন্নতা পরিদর্শককে নিয়ে বৈঠক করেন তিনি।
মঙ্গলবার বেলা ১১টা থেকে নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইশরাকের সমর্থক ও ঢাকা দক্ষিণ সিটির কর্মচারীরা। পূর্বঘোষণা অনুযায়ী তারা বেলা ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। ১৫ মে থেকে তারা নগরভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন। ঢাকাবাসীর ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন। সেদিন থেকে এখন পর্যন্ত নগর ভবনের সব ফটকে তালা ঝুলছে।
ইশরাকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আসিফ মাহমুদের : শপথ না নিয়ে ডিএসসিসির মেয়র হিসাবে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ফৌজদারি অপরাধ (ক্রিমিনাল অফেন্স) করেছেন বলে মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নগরভবনের মিলনায়তন ও অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন উপদেষ্টা আসিফ। তার মতে, প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই ইশরাক হোসেনের। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে নাগরিক সেবা দান করা শতভাগ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।
মঙ্গলবার বিবিসি বাংলাকে উপদেষ্টা আসিফ বলেন, ‘উনি অফিশিয়ালি কোনো দায়িত্ব নেননি। উনি ওনার নেতাকর্মীদের নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়তন, অফিস দখল করেছেন।’ নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদের বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আসিফ।
বিবিসি বাংলাকে সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বলেন, এরকম পরিস্থিতি চলতে থাকলে সিটি করপোরেশনের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ইশরাক হোসেনের মধ্যে আইনগতভাবে সমঝোতা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
