Logo
Logo
×

শেষ পাতা

এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন

নিবন্ধনের আবেদন আগামীকাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিবন্ধনের আবেদন আগামীকাল

নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সভায় দলের গঠনতন্ত্র অনুমোদিত হয়েছে। শুক্রবার রাজধানীর বাংলামোটরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী সাধারণ সভা চলে। পরে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এনসিপির সাধারণ সম্পাদক আখতার হোসেন গঠনতন্ত্রের বেশকিছু বিষয় তুলে ধরেন। তিনি জানান, রোববার (আগামীকাল) দল নিবন্ধনের জন্য ইসি কার্যালয়ে তারা আবেদন জমা দেবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন জাতীয় কাউন্সিলের মাধ্যমে। জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের প্রতিনিধিরাও থাকবেন। ভোটের মাধ্যমে তারা দলের দুই শীর্ষ পদের জন্য নেতৃত্ব বাছাই করবেন। শীর্ষ নেতৃত্বের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে থাকতে পারবেন। তারা ‘রাজনৈতিক পরিষদ’র নিকট দায়বদ্ধ থাকবেন। তবে কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে ৩ বছর। মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল হবে।

আখতার হোসেন আরও বলেন, সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের পাশাপাশি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পরিষদ’ গঠিত হবে ন্যাশনাল কাউন্সিলের ভোটের মাধ্যমে। জরুরি সময়ে কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব পালন করবে ন্যাশনাল কাউন্সিল। রাজনৈতিক পরিষদ সর্বোচ্চ ১৫ সদস্যবিশিষ্ট হবে। এর মধ্যে অন্তত তিনজন নারী সদস্য থাকবেন। পদাধিকারবলে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনৈতিক পর্ষদের অন্তর্ভুক্ত হবেন। এই পর্ষদের দুজন সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বারা মনোনীত হবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন দাখিল করার ব্যাপারে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রোববার আবেদন জমা দেওয়া হবে। এ বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম