সাতক্ষীরা সীমান্তে ১৪ জনকে পুশইন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দুপুরে কুশখালী সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।
পুশইনের শিকার ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে তারা ভারতের মুম্বাই ও কলকাতার রাজাবাজার এলাকায় বিভিন্ন বাসাবাড়ি, দোকান ও ফ্যাক্টরিতে কাজ করতেন। হঠাৎ সে দেশের পুলিশ তাদের আটক করে এবং বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর বিএসএফ কুশখালী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে। তারা সবাই বাংলাদেশি নাগরিক।
বিজিবি জানায়, রাতেই ১৪ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুশইনের শিকার ব্যক্তিদের অধিকাংশের বাড়ি ঢাকা, খুলনা, গাজীপুর, গোপালগঞ্জ ও সাতক্ষীরা জেলায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ১৪ জনের জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে রাত ১২টার দিকে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
