Logo
Logo
×

শেষ পাতা

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ সিপিসির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ সিপিসির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি (সিপিসি)। সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফরে রয়েছে। দেশটির স্থানীয় সময় সোমবার ভোরে তারা চীনে পৌঁছান। সেখানে দেশটির রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত জানান সিপিসির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং।

শায়রুল কবির জানান, ওই বৈঠকে তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন সিপিসি নেতা। এতে দুই পার্টি ও দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করেছে সিপিসি।

এছাড়া আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব।

এদিন চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পরিদর্শন করে বিএনপি প্রতিনিধি দল। দলের অন্য সদস্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

শায়রুল কবির আরও জানান, বিএনপির প্রতিনিধি দলের সফরসূচির মধ্যে রয়েছে-২৪ জুন সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডং-এর সঙ্গে সাক্ষাৎ। বেলা ১১টায় সিপিসির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও-এর সঙ্গে সাক্ষাৎ। দুপুর ১২টায় সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী সান হাইয়ান আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ। বিকালে পার্টির জাদুঘর পরিদর্শন এবং জুয়ংগুয়ান গ্রেট ওয়াল পরিদর্শন। সন্ধ্যায় চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ। ২৫ জুন সকাল ৯টা ৫৫ মিনিট থেকে ২টা ৫ মিনিট পর্যন্ত হাইস্পিড ট্রেনে বেইজিং থেকে শিআন ভ্রমণ। বিকাল সাড়ে ৩টায় বিওয়াইডি কোম্পানি পরিদর্শন এবং সন্ধ্যা ৬টায় শানসি প্রাদেশিক সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠক ও নৈশভোজ। ২৬ জুন সকাল ৯টায় শিআন উন্নয়ন এলাকার হাইটেক ইন্ডাস্ট্রিজের একটি স্মার্ট সিটি-প্রকল্প ‘কোড সিটি’ পরিদর্শন এবং দুপুর ২টায় শিআন প্রদেশের জিয়াওটং বিশ্ববিদ্যালয় (জিংকিং ক্যাম্পাস) পরিদর্শন এবং একটি আলোচনা অধিবেশনে অংশগ্রহণ। ২৭ জুন সকাল সাড়ে ৮টায় জিনগল সম্প্রদায় পরিদর্শন। দুপুর ১টা থেকে পৌনে ৪টা পর্যন্ত বিমানে শিআন থেকে গুয়াংজু যাওয়া এবং সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গুয়াংজু থেকে ঢাকার উদ্দেশে রওনা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম