নূরুল হুদা হেনস্তা প্রসঙ্গে সালাহউদ্দিন
দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সালাহউদ্দিন আহমদ।
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি ‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ‘মব’ ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা মব কালচারে বিশ্বাস করি না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই, আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে। সোমবার দুপুরে গণমাধ্যমকে বিএনপির অবস্থানের কথা জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ায় আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে তার ওপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না।’
দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেবেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির কোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন আমরা নেব। এটা আমাদের (বিএনপি) অবস্থান।’
এর আগে রোববার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে নূরুল হুদাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নূরুল হুদাকে আটকের পর তার গলায় জুতা ঝুলিয়ে স্থানীয়রা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
দুঃখজনক বললেন রিজভী : এদিকে দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রোববার রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে যে আচরণ হয়েছে নিঃসন্দেহে এটা দুঃখজনক। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা অপরাধী তাদের আইন অনুযায়ী বিচার হবে। রিজভী বলেন, আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর। আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকও থাকে। এরকম একটি স্পর্শকাতর জায়গায় যেখানে প্রতিটি মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, সেখানে বেআইনি কাজ করবে এটা তো হতে পারে না। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কি করে?
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এই কাহিনীকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, আমাদের দলের চেয়ারপারসন মজলুম নেত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন, কেউ কোন বিশৃঙ্খলা করতে পারবে না। কেউ কোনো ভাঙচুর দখলদারির সঙ্গে যুক্ত থাকবেন না। দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ এবং প্রমাণ পেলে দল তাকে শাস্তি দিয়েছে। কাউকে কাউকে বহিষ্কার করা হয়েছে। শোকজ করা হয়েছে। কাউকে তিরস্কার করা হয়েছে, সতর্ক করা হয়েছে। এ ধরনের ঘটনা এরই মধ্যে চার থেকে পাঁচ হাজার হবে।
