বড়লেখা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা ও ৪ বাংলাদেশিকে পুশইন
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজারের বড়লেখা লাতু সীমান্ত দিয়ে পুশইন করা বাংলাদেশি ও রোহিঙ্গারা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিজিবি লাতু বিওপির আওতাধীন কুমারসাইল সীমান্ত দিয়ে শিশু ও নারীসহ ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। সোমবার সকালে সীমান্তের জিরো লাইনে নিয়ে বিএসএফ এদেরকে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় বিজিবি তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
এলাকাবাসী ও স্থানীয় উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, সকাল ৯টার দিকে সীমান্তবর্তী কুমারসাইল গ্রামের লোকজন জানান, তাদের গ্রামে ক্লান্ত, বিমর্ষ ও বিপর্যস্ত চেহারায় বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু ঘুরাফেরা করছে। কথাবার্তায় কয়েকজনকে রোহিঙ্গা মনে হওয়ায় লোকজন তাদেরকে আটক করে তাকে (ইউপি চেয়ারম্যান) ও স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে পরিচয় শনাক্তের পর তাদেরকে থানায় সোপর্দ করবে বলে জানিয়েছে বিজিবি।
বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, বিএসএফের পুশইনকরা ১২ জন রোহিঙ্গা ও ৪ জন বাংলাদেশিকে বিজিবি আটক করেছে বলে শুনেছেন। বিজিবি এখনও তাদেরকে থানায় সোপর্দ করেনি। থানায় সোপর্দ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।
উল্লেখ্য, বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দুই মাসে বিএসএফ পাঁচ শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গাকে পুশইন করেছে।
