Logo
Logo
×

শেষ পাতা

মব জাস্টিস কোনো সভ্যসমাজে গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মব জাস্টিস কোনো সভ্যসমাজে গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিস কোনো সভ্যসমাজে গ্রহণযোগ্য নয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিকে টাঙ্গাইলে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট

কালিয়াকৈরের অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার ওপর হামলার এ ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই দুঃখজনক। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।

উপদেষ্টা এ সময় কৃষিজমি রক্ষার বিষয়ে বলেন, কৃষিজমি দখল রোধ করতে আমরা ‘কৃষিজমি সুরক্ষা আইন’ প্রণয়নের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আমাদের দেশি ফলগুলোর অস্তিত্ব রক্ষা করতে হবে। অনেকে সচেতন না থাকায় দেশি জাতের অনেক ফল হারিয়ে যাচ্ছে। সবাইকে উৎসাহিত করতে হবে যেন দেশীয় ফলের উৎপাদন বাড়াতে বেশি করে গাছ লাগানো হয়।

গাজীপুরে বর্তমানে ডাকাতির হার বেড়েছে-এ বিষয়ে করণীয় জানতে চাইলে তিনি বলেন, এজন্য পুলিশের সংখ্যা এবং ডাকাত নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি বাড়ানো হবে।

পরিদর্শনের সময় গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, মৌচাক হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এনামুল হকসহ পুলিশ এবং কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

টাঙ্গাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা : প্রতিনিধি জানান, টাঙ্গাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ জনবান্ধব ও জনগণের পুলিশ হতে পারলেই এই বাহিনীর কলঙ্ক মুছে যাবে। সোমবার বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। মবের বিষয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা যাতে পুনরায় আর না ঘটে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ জনবান্ধব হতে শুরু করেছে। পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। জনগণকে সন্তুষ্ট রাখতে আমি পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম