নির্বাচনের সময় আইনশৃঙ্খলা ভালো থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি : সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, দেশের সব বাহিনীর প্রধানরা আজ (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনে যত ধরনের সহযোগিতা দরকার হবে, নির্বাচন কমিশনকে সেটা তারা দেবেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। মব ভায়োলেন্স পুরোপুরি বন্ধ না হলেও কমেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, সভায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। যারা নির্বাচনে অংশ নেন, তাদের ওপরও নির্ভর করে।
তিনি বলেন, যেহেতু পুরো নির্বাচন নির্ভর করে নির্বাচন কমিশনের ওপর। দেশের সব বাহিনী কিন্তু তখন তাদের অধীনে কাজ করে। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে, এটাই আমরা সবাই আশা করি। নির্বাচন করতে যত ধরনের সহযোগিতা দরকার হবে, নির্বাচন কমিশনকে সেটা আমরা দেব।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সোমবার ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম, তেমন বড় জমায়েত তারা করতে পারেনি।
নির্বাচন কবে নাগাদ হতে পারে-এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি। সম্ভাব্য সময় আমরা জানি। তবে চূড়ান্ত দিন-তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। নির্বাচনে আমরা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব পালন করব। আগামী নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার ব্যাপারে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, তবে কমিয়ে আনা সম্ভব হয়েছে। সাবেক সিইসি নূরুল হুদার ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের ওপর যে ধরনের ঘটনা ঘটেছে, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওই ঘটনায় আমরা ইতোমধ্যে একজনকে আইনের আওতায় এনেছি। আরও যারা জড়িত, তাদেরও গ্রেফতার করা হবে। পুলিশের কোনো দুর্বলতা থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পুলিশ আগের চেয়ে অনেক সক্রিয়। বর্তমান পুলিশ মানবিক পুলিশ হয়ে উঠেছে বলেও তিনি জানান।
আওয়ামী লীগ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না : ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আর কোনোদিনই বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। নীতিগতভাবে জাতি এ দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এ দল একদিন বিচ্ছিন্ন হয়ে যাবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। জনগণ এ দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মঙ্গলবার ধামরাইয়ে মাসব্যাপী ঐতিহাসিক রথমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেশের কোনো কোনো স্থানে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি পালন করলেও ঢাকা জেলার ভেতরে কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের সাহস পায়নি। আর ভবিষ্যতেও পাবে না। ঢাকা জেলার ভেতরে আমরা এ নিষিদ্ধ রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি পালনের সুযোগ দেব না।
