Logo
Logo
×

শেষ পাতা

শ্রীনগরে ৫ বাসযাত্রীসহ সড়কে ঝরল ১৪ প্রাণ

যাত্রাবাড়ীতে বিশ্ববিদ্যালয় ছাত্রী, কুষ্টিয়ায় পুলিশ সদস্য নিহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শ্রীনগরে ৫ বাসযাত্রীসহ সড়কে ঝরল ১৪ প্রাণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ভোরে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানার অদূরে বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে বিশ্ববিদ্যালয়ছাত্রী প্রাণ হারিয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আট স্থানে ঝরেছে আরও আট প্রাণ। নিহতদের মধ্যে ঢাকার নবাবগঞ্জে প্রবাসী, পাবনায় শিক্ষার্থী, কুষ্টিয়ায় পুলিশ সদস্য, ফরিদপুরে অজ্ঞাতনামা ব্যক্তি, মাগুরায় কৃষক এবং শরীয়তপুরে বৃদ্ধ, বগুড়ায় অটোচালক ও রাজবাড়ীতে নারী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : নিহতরা হলেন বাসযাত্রী যশোর সদরে নওয়াপাড়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও পাগলাদাহ গ্রামের পল্লি চিকিৎসক জালাল উদ্দিন, একই ইউনিয়নের মধুগ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান, শেখহাটি ঘুরুলিয়া এলাকার বাসিন্দা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির মহিলা ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, নওয়াপাড়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সদস্য ঘুরুলিয়া গ্রামের রওশন আলী ও বাসচালকের সহকারী পাগলাদাহ গ্রামের বাপ্পির ছেলে আসিফ উদ্দিন। যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের একটি বাস হাঁসারা এলাকায় পৌঁছালে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়। এতে পাঁচজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হর। শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, নবাবগঞ্জ ও হাজারীবাগ : যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইসরাত জাহান করবী নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রী ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধনিয়া কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। করবী বন্ধু রাব্বির সঙ্গে মোটরসাইকেলে কোনাপাড়া থেকে ঢাকার দিকে আসছিলেন। ধনিয়া কলেজের সামনে পৌঁছালে ট্রাক তাদের মোটরবাইকের পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় করবী ছিটকে সড়কে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। করবীর গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানার দলুইপুর সরদারপাড়া এলাকায়। তার বাবার নাম আব্দুর রশিদ। এদিকে নবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় প্রবাসী মেহেদীর মৃত্যু হযেছে। শুক্রবার রাতে ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জ বাজারসংলগ্ন নীমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেহেদী কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া সমশেরপুর এলাকার খোরশেদ আলমের ছেলে। মোটরসাইকেলে ছয় বন্ধু কেরানীগঞ্জের কলাতিয়া থেকে নবাবগঞ্জের কলাকোপা ঘুরতে এলে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়ায় করিমন গাড়িচাপায় প্রাণ গেছে স্কুল শিক্ষার্থী নুসরাত জাহানের। সে আতাইকুলা কলেজিয়েট হাইস্কুল অ্যান্ড কিন্ডার গার্টেনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং মাধপুর গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। শনিবার সকালে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া ও ইবি : বাসচাপায় পুলিশ সদস্য হাফিজুর রহমান নিহত হয়েছেন। শনিবার সকালে কুষ্টিয়ার ভাদালিয়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাফিজুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি পুলিশের কনস্টেবল ছিলেন।

ফরিদপুর : সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের কোমরপুর নামক স্থানে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

মাগুরা : মাগুরায় আলমখালি বাজার এলাকায় প্রাইভেটকার-ভ্যানগাড়ি সংঘর্ষে কৃষক তৈয়ব আলী নিহত হয়েছেন। তৈয়ব আলী মাগুরা সদর উপজেলার দোড়ামথনা গ্রামের করিম মোল্যার ছেলে। শনিবার তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

ডামুড্যা (শরীয়তপুর) : ডামুড্যায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আশরাফ আলী নিহত হয়েছেন। আশরাফ আলী গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাশেম বেপারীকান্দি গ্রামের বাসিন্দা। শনিবার উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরভয়রা গ্রামের ২নং ব্রিজের পশ্চিম পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বগুড়া : শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক বাদশা মন্ডলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার লিচুতলা বাইপাস থেকে নিশ্চিন্তপুরগামী সড়কের মাঝামাঝি টিএমএসএস সিরামিক ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। বাদশা শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। শনিবার তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দে ড্রামট্রাক-ইজিবাইক সংঘর্ষে জিয়াসমিন আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের স্বামী ও তিন শিশু সন্তানসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ইমামবাড়া শরিফের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। জিয়াসমিন ফরিদপুরের ইশান গোপালপুর ইউনিয়নের অম্বিকাপুর জালিয়াডাঙ্গা গ্রামের দুলাল শেখের স্ত্রী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম