Logo
Logo
×

শেষ পাতা

ত্রয়োদশ সংসদ নির্বাচন: নাটোর-৩

বিএনপিতে মোর্শেদসহ ৫ নেতা জামায়াতের প্রার্থী সাইদুর

Icon

মো. শহীদুল হক সরকার, নাটোর

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএনপিতে মোর্শেদসহ ৫ নেতা জামায়াতের প্রার্থী সাইদুর

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ-সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদসহ মনোনয়নপ্রত্যাশী পাঁচ নেতা মাঠে সক্রিয় রয়েছেন। তারা দলীয় সভা-সমাবেশের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব রয়েছেন। প্রত্যেকেই প্রচার করছেন আগামী দিনে তারাই হবেন এই আসনের ধানের শীষের কান্ডারি। অন্যদিকে এখানে একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

জানা যায়, এ আসনে বরাবরই বিএনপির অবস্থান শক্ত। একমাত্র জুনাইদ আহমেদ পলক ছাড়া এখানে আওয়ামী লীগ থেকে কেউ কখনো সংসদ-সদস্য নির্বাচিত হননি। ১৯৯১ সালে এখানে জামায়াতে ইসলামী থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন আবু বকর শেরকোলী। ১৯৯৫ সালে তিনি মারা গেলে উপনির্বাচনে প্রথম সংসদ-সদস্য নির্বাচিত হন কাজী গোলাম মোর্শেদ। পরে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও তিনিই বিজয়ী হন।

চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এবারও তিনি দলের মনোনয়ন চান।

আওয়ামী লীগ আমলে ২০১৮ সালের নির্বাচনে এখানে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয় দুজনকে। তারা হলেন-উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এবং জেলা বিএনপির যুগ্মসম্পাদক দাউদার মাহমুদ। এবারও দুই নেতা মনোনয়ন পাবেন বলে আশা করছেন। তারা এলাকায় নিয়মিত সভা-সমাবেশ করছেন এবং কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এছাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিংড়া থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ব্যারিস্টার মো. ইউসুফ আলীও এই আসনে মনোনয়নপ্রত্যাশী। জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন মনোনয়নের আশায় এলাকায় গণসংযোগ করছিলেন। কিন্তু এবার কমিটি থেকে বাদ পড়ায় তিনি কিছুটা নীরব হয়ে গেছেন।

দলীয় মনোনয়নের বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগান্তরকে বলেন, এখানে মনোনয়নপ্রত্যাশী যত বেশি হোক না কেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নির্বাচনি বোর্ড ঠিক করবে কে যোগ্য প্রার্থী। দল যাকে মনোনয়ন দেবে, তার জন্যই সব নেতাকর্মী ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়বেন।

এদিকে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাইদুর রহমানকে এখানে জামায়াত প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর মো. নূরুল ইসলাম বলেন, এ আসনে জামায়াতের নেতাকর্মীরা আগে থেকেই মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন। অধ্যাপক সাইদুর রহমান খুবই সৎ, যোগ্য ও আধুনিক চিন্তাচেতনার মানুষ। সিংড়ার ভোটাররা তাকে যথাযথ মূল্যায়ন করবেন বলেই আশা করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম