এ বছর নয় ভারত আসবে আগামী বছর
সফর পেছাল ১৩ মাস
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ভারত ক্রিকেট দল সর্বশেষ বাংলাদেশ সফর করেছে ২০২২ সালে।
|
ফলো করুন |
|
|---|---|
বিসিবি পরিচালনা পর্ষদের সভার পর গত সপ্তাহে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরোক্ষে বুঝিয়ে দিয়েছিলেন, আপাতত বাংলাদেশ সফরে আসছে না ভারত। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ত্রিকেট বোর্ড (বিসিসিআই) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন না বিরাট কোহলি-রোহিত শর্মারা। তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচের জন্য আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। প্রায় ১৩ মাস পিছিয়ে আগামী বছর সেপ্টেম্বরে নতুন করে এই সিরিজের সময় নির্ধারণ করেছে দুই বোর্ড।
বিসিবির জন্য ভারতের বিপক্ষে এই হোম সিরিজ গুরুত্বপূর্র্ণ। বিশেষ করে আর্থিক দিক থেকে মোটা অঙ্কের লাভের হাতছানি রয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই সাদা বলের সিরিজ দুটি পিছিয়ে দিতে সম্মত হয়েছে।’ আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। মিরপুরে ১৭ আগস্ট হতো ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বিসিবির একটি বিশেষ সূত্র জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশে আসার জন্য বিসিসিআই তাদের সরকারের অনুমতি পায়নি। কিন্তু সেটা তারা বিসিবিকে স্পষ্ট করে জানায়নি। সূত্র জানায়, সিদ্ধান্ত মূলত ভারতই জানিয়েছে। যেহেতু এটি আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ, তাই সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে।
এদিকে সফর পিছিয়ে দেওয়ার কারণ জানার জন্য বিসিবির সহসভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কারণে এখন বাংলাদেশে আসতে অনিচ্ছুক ভারত।
