চুয়াডাঙ্গায় টক অব দ্য টাউন
ছাত্রদল কর্মীকে ছাড়াতে বিএনপি নেতাকর্মীদের দর্শনা থানা ঘেরাও
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গার দর্শনা থানা ঘেরাও করে ছাত্রদল কর্মীকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও রোববার ফেসবুকে ভাইরাল হয়। ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমারকে ক্লোজড করে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে বিভাগীয় কমিটি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে দর্শনা পৌর ছাত্রদলের সদস্য মানিকের বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার ওই প্রতিবেশীর বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিকালে থানায় অভিযোগ করা হলে মানিককে আটক করে দর্শনা থানা পুলিশ। রাত ৯টার দিকে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা পৌর বিএন?পির সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টার ও শরীফ উদ্দিনের নেতৃত্বে ২ শতাধিক নেতাকর্মী মিছিলসহ থানার সামনে জড়ো হন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীরের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ছাত্রদল কর্মী মানিককে ছাড়িয়ে নিয়ে যায়।
বিএনপি নেতা বুলেট বলেন, দর্শনায় গুঞ্জন ছড়াচ্ছে আওয়ামী লীগ-যুবলীগ সংগঠিত হচ্ছে। তারা সরকারবিরোধী মিছিলের নামে সহিংস রূপ নিতে পারে। এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি যেন না ঘটে, সে লক্ষ্যে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানা চত্বরে যায়।
নাহারুল মাস্টার বলেন, আমরা তাকে ছাড়িয়ে নিতে যাইনি, বরং চাই প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিক। আমরা থানায় অনুরোধ করেছি যেন তাকে এজাহারভুক্ত না করা হয় এবং মামলা না দেওয়া হয়। আমরা মনে করি সে নির্দোষ।
ওসি শহীদ তিতুমীর জানান, বিএনপি নেতাকর্মীরা মিছিল করলেও দর্শনা থানায় প্রবেশ করেনি। বিএনপি নেতাদের সঙ্গে আমার আলাপ-আলোচনা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস বলেন, জমি সংক্রান্ত বিষয়ে কোনো গন্ডগোল না হয়, এজন্য দর্শনা থানা পুলিশ একজনকে নিয়ে এসেছিল। তার বিরুদ্ধে কোনো মামলা নেই, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করবে মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় তার পক্ষের কয়েকজন প্রতিবাদ করেছে। থানা ঘেরাওয়ের কোনো ঘটনা ঘটেনি।
