বরিশালে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না!
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সাগর উত্তাল থাকায় কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। এ কারণে বর্ষার ভরা মৌসুমেও দক্ষিণাঞ্চলের বাজারগুলোতে ইলিশের তেমন দেখা মিলছে না। অল্প কিছু মাছ বাজারে উঠলেও তা সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে। খুচরা বাজারে কেজিপ্রতি ইলিশের দাম এক হাজার ৭৫০ থেকে দুই হাজার ৮০০ টাকা।
একাধিক খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ৪০০ গ্রাম সাইজের প্রতিমন ইলিশের দাম ৬৮ থেকে ৭০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ৮০০-৯০০ গ্রাম সাইজের প্রতিমন ইলিশ এক লাখ টাকা এবং এক কেজির বেশি সাইজের প্রতিমন ইলিশ এক লাখ আট থেকে এক লাখ ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের ইলিশের দাম ১০ দিনের ব্যবধানে মনপ্রতি ১২ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।
ক্রেতা মিজানুর রহমান বলেন, গত বছরের তুলনায় এ বছর জেলেদের জালে কম ইলিশ ধরা পড়ছে। তাই বাজারে ইলিশ নেই বললেই চলে। যে কয়টা ইলিশ উঠেছে তা ক্রয়ক্ষমতার বাইরে বলে জানান তিনি। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জেলে সুজন আকন বলেন, সাগর উত্তাল থাকায় বোটমালিক সাগরে বোট পাঠায়নি। এখন এক একটি বোট নিয়ে সাগরে যেতে ন্যূনতম পাঁচ লাখ টাকা খরচ। বর্তমানে যে সংখ্যক ইলিশ ধরা পড়ছে তাতে খরচ উঠবে না। তাই বাজারে ইলিশ নেই। এ কারণে পোর্ট রোড পাইকারি মাছে বাজারে কদিন ধরে গড়ে মাত্র ৩০-৪০ মনের মতো ইলিশ আসছে।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, উত্তাল থাকায় জেলেরা সাগরে যেতে পারছে না। সাগরের মাছ আসতে শুরু করলে বাজারের সংকট থাকবে না। তখন দামও কমে আসবে। তিনি আরও বলেন, বর্তমানে সড়ক পথে দ্রুত মাছ ঢাকায় পাঠাতে পারেন আড়তদাররা। এতে কিছুটা সংকট স্থানীয় বাজারে তৈরি হয়।
