Logo
Logo
×

শেষ পাতা

চাঁদাবাজদের বয়কট করুন

সীমান্ত হত্যা আর মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সীমান্ত হত্যা আর মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, গত ১৬ বছর ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে গুম-খুন এবং নির্যাতনের রাজত্ব চালিয়েছে শেখ হাসিনার সরকার। কিন্তু আর নয়, এবার স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, চুয়াডাঙ্গাতে এখনো যারা স্বৈরাচারী আমলের মতো চাঁদাবাজি চালাচ্ছে, আপনারা ভয় পাবেন না, তাদের বয়কট করুন। চাঁদাবাজ-দুর্নীতিবাজ ও দখলদারিত্বে পুরো দেশ ছেয়ে গেছে। আমরা আজ চুয়াডাঙ্গাবাসীকে বলতে এসেছি, আপনারা ভয় পাবেন না।

নাহিদ বলেন, ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারত যদি বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়; সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই সেই সম্পর্ক হতে হবে। এটা যেন ভারত কোনোভাবেই ভুলে না যায়। তিনি বলেন, বাংলাদেশই কেবল ভারতের ওপর নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর নির্ভরশীল। একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। বিবিসির রিপোর্টে উঠে এসেছে, শেখ হাসিনা নিজেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। সেই খুনি হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। এজন্য ভারতকেও জবাবদিহি করতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলার সদস্য সচিব সাফফাতুল ইসলাম প্রমুখ।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, বিকালে উপজেলার ঝাঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহীম বাবুর বাড়িতে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। তারা ইব্রাহীমের কবর জিয়ারত করেন। এরপর সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একটি মানবতাবিরোধী সংগঠন।

বিএসএফ একটি খুনি বাহিনী : ঝিনাইদহ প্রতিনিধি জানান, সন্ধ্যা ৭টায় জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত গণসমাবেশে নাহিদ ইসলাম বলেছেন, বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী নয়। বিএসএফ একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। খুন করা তাদের নেশা। এই বিএসএফ একটি মানবাধিকারবিরোধী সংগঠন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব তারেক রেজা প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম