Logo
Logo
×

শেষ পাতা

শিগগিরই শ্রমিকদের রেশনিংয়ের কাজ শুরু করবে বিজিএমইএ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিগগিরই শ্রমিকদের রেশনিংয়ের কাজ শুরু করবে বিজিএমইএ

পোশাক শ্রমিকদের জীবন স্বাচ্ছন্দ্যময় করতে শিগগিরই রেশনিং ব্যবস্থা নিয়ে বিজিএমইএর নবনির্বাচিত নেতৃবৃন্দ কাজ শুরু করবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। এ ব্যাপারে শ্রমিক ফেডারেশনগুলোর সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর কমপ্লেক্সে শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়। সভায় বিজিএমইএ সভাপতি এ কথা জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি রেজোয়ান সেলিম, পরিচালক আসেফ কামাল পাশা এবং পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ।

সভায় পোশাক শিল্পের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে শ্রমিক ফেডারেশনগুলোর সহযোগিতা চান বিজিএমইএ সভাপতি। বিশেষত পোশাক কারখানায় যাতে করে আইন-বহির্ভূত দাবি ও তুচ্ছ ঘটনার জের ধরে শ্রমিকরা যেন রাস্তা অবরোধ না করে, আশপাশের কারখানা ভাঙচুর না করে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের ভোগান্তি হয়।

এর পরিপ্রেক্ষিতে উপস্থিত শ্রমিক নেতারা বলেন, শিল্পে শ্রম অস্থিতিশীলতা সৃষ্টি কারোরই কাম্য নয়। কারখানার সমস্যা আলোচনার মাধ্যমে কারখানার অভ্যন্তরেই সমাধান করার ওপর গুরুত্বারোপ করেন তারা। শ্রমিকদের আইনসংগত দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য বিজিএমইএর বর্তমান বোর্ডের- গাজীপুর, আশুলিয়া, সাভার, মিরপুর ও নারায়ণগঞ্জে বিজিএমইএর আঞ্চলিক অভিযোগ নিষ্পত্তি সেল স্থাপনের উদ্যোগকেও স্বাগত জানান শ্রমিক নেতারা।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বলেন, গার্মেন্টস অধ্যুষিত অঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যেই জমি বরাদ্দ চেয়ে বিজিএমইএ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। জমি পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিএমইএ হাসপাতাল নির্মাণের কাজ শুরু করবে।

সভায় অংশগ্রহণ করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান অপু, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের (বিজিএসএফ) কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু, গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ডা. সামছুল আলম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম