Logo
Logo
×

শেষ পাতা

ধুনটে পুলিশ পিটিয়ে ও কুপিয়ে আসামি ছিনতাই

গ্রেফতার ১

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ধুনটে পুলিশ পিটিয়ে ও কুপিয়ে আসামি ছিনতাই

ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হ্যান্ডকাফ লাগানো ওয়ারেন্টভুক্ত আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরী গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামির নাম মো. অসীম। এ ব্যাপারে আহত পুলিশ কর্মকর্তা এএসআই আশরাফুল ইসলাম থানায় তিনজনের নাম উল্লেখ করে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ শুক্রবার ভোরে এজাহারনামীয় আসামি শিউলী খাতুনকে (৫০) গ্রেফতার করেছে। তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে ধুনট থানার ওসি সাইদুল আলম এসব তথ্য দিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্র জানায়, মো. অসীম বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরী গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতারে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ধুনট থানার এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আবদুল খালেক বাড়িতে যান। আসামি অসীমকে গ্রেফতারের পর তার ডান হাতে হ্যান্ডকাফ পড়ানো হয়। বাঁ হাতে হ্যান্ডকাফ লাগানোর সময় তার মা শিউলী খাতুন লাঠি দিয়ে এএসআই আশরাফুল ইসলামকে আঘাত করতে থাকেন। শিউলী লাঠি ফেলে শাবল দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করলে কনস্টেবল আবদুল খালেক তা কেড়ে নেন। এরপর অসীমের স্ত্রী সোহানা খাতুন (২৬) ঘরে থাকা কাঁচি দিয়ে এএসআই আশারাফুলের হাতে কোপ দেন। পরে আসামি অসীমও পুলিশ সদস্যদের উপর্যুপরি কিল-ঘুসি মারতে থাকেন। এছাড়া মা শিউলী খাতুন ও স্ত্রী সোহানা খাতুনও তাদের লাঠি দিয়ে আঘাত করেন। একপর্যায়ে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় আসামি অসীম পালিয়ে যান।

এদিকে হামলার সংবাদ পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আবদুল খালেককে উদ্ধার করে। তারা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ব্যাপারে আহত এএসআই আশরাফুল ইসলাম ধুনট থানায় পলাতক অসীম, তার মা শিউলী খাতুন, স্ত্রী সোহানা খাতুনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, শুক্রবার ভোরে এজাহারনামীয় আসামি শিউলী খাতুনকে গ্রেফতার করা হয়েছে। বিকাল পর্যন্ত হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া তার ছেলে আসামি অসীম ও অন্য আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের একাধিক টিম তাদের গ্রেফতারে মাঠে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম