ফ্লাইট ছাড়ার আগে অচেনা ফোনকল
বিমানে বোমা থাকার হুমকি, তল্লাশিতে মেলেনি কিছু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোনকলে জানানো হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উৎকণ্ঠা দেখা দেয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত তাদের নামিয়ে এনে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। প্রাথমিক তল্লাশি করে বিমানটিতে আশঙ্কাজনক কিছুই পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ফ্লাইট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটির ঢাকা থেকে কাঠমান্ডু ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। উড়োজাহাজটি ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। তবে ফ্লাইট ছাড়ার আগে ৪টা ২৬ মিনিটে একটি অজ্ঞাতনামা ফোনকলে উড়োজাহাজটিতে বোমা থাকার আশঙ্কা জানানো হয়। তখন সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের নির্দেশনায় বিমান বাহিনীর টাস্কফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। পরে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম পরিচালনা করে। সব যাত্রীকে নিরাপদে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিমানবন্দরের সব বিমান উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এবিএম রওশন কবীর যুগান্তরকে বলেন, বোমা হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কারও কোনো ক্ষতি হয়নি।
