বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও ও দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা এবং শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে। দোয়ারাবাজারে ভাঙারপাড় এলাকায় নিহত শফিকুল ইসলাম একই এলাকার কিতাব আলীর ছেলে। অন্যদিকে হরিপুরের মিনাপুর সীমান্তে নিহত রাসেল একই উপজেলার রাজবাড়ী এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে। সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, শুক্রবার রাত ১টা ২০ মিনিটে দোয়ারাবাজার সীমান্তের ভাঙাপাড়া দিয়ে ১০-১২ জন বাংলাদেশি যুবক গরু আনতে ভারতের ৫০০ গজ অভ্যন্তরে যায়। গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদের বাধা দেয়। বিএসএফকে লক্ষ্য করে চোরাকারবারিরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ৪-৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ। চোরাকারবারিরা তাতে পিছু না হঠায় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে।
ওই গুলিতে চোরাকারবারি শফিকুল গুরুতর আহত হন। সহযোগীরা আহত শফিকুলকে নিয়ে দেশে ফিরে পরিবারের কাছে রেখে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা শফিকুলকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত আড়াইটার দিকে তিনি মারা যান। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, শনিবার সকালে শফিকুলের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা ভারতের উত্তর দিনাজপুর জেলার পারিয়াল বিএসএফ ক্যাম্প থেকে গুলি ছোড়া হয়। গুলিটি রাসেলের কোমরের ওপর দিয়ে এফোঁড়-ওফোঁড় হয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ভারতীয় সীমান্তে গুলির ঘটনা আমরা জানতে পেরেছি। তবে বিএসএফ এখনো নিশ্চিত করেনি নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয়। বিষয়টি জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
পারিবারিক সূত্রের দাবি, কিছুদিন আগে কাজের সন্ধানে অবৈধভাবে রাসেলসহ কয়েকজন ভারতে যান। মিনাপুর বিওপির ৩৫৩-মেইন পিলারের কাছাকাছি এলাকায় সীমান্ত পারাপারের সময় বিএসএফ গুলি ছুড়লে রাসেল ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হন এবং সেখানেই মারা যান। হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল ও হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
